Harry Potter star Died: ধূসর বর্তমানে জাদুপৃথিবীর ক্রমশ বিদায়! ডাম্বলডোরের পর চলে গেলেন প্রফেসর ম্যাকগোনাগল...

Dame Maggie Smith Death: এক এক করে বিদায় নিচ্ছেন হ্যারি পটারের একের পর এক প্রফেসর। গত বছর সেপ্টেম্বরেই প্রয়াত হয়েছিলেন প্রফেসর ডাম্বলডোর। এবার বিদায় নিলেন ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’।   

| Sep 27, 2024, 21:34 PM IST
1/10

বিদায় প্রফেসর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রয়াত হলেন শুক্রবার। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

2/10

বিদায় প্রফেসর

ম্যাগি স্মিথের পরিবার জানায়, শুক্রবার লন্ডনের চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।  

3/10

বিদায় প্রফেসর

ছয় দশকের কেরিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাগি স্মিথ।   

4/10

বিদায় প্রফেসর

‘হ্যারি পটার’–এর পাশাপাশি ‘ডাউনটাউন অ্যাবি’ সিরিজে অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন তিনি।  

5/10

বিদায় প্রফেসর

১৯৭০ ও ১৯৭৯ সালে দুইবার অস্কার পেয়েছেন ম্যাগি স্মিথ; চারবার মনোনয়ন পেয়েছেন তিনি।   

6/10

বিদায় প্রফেসর

আটবার বাফটা পুরস্কার পেয়েছেন ম্যাগি স্মিথ।  

7/10

বিদায় প্রফেসর

১৯৫২ সালে মঞ্চনাটকে কেরিয়ার শুরু করেন ম্যাগি স্মিথ।   

8/10

বিদায় প্রফেসর

তবে ১৯৫৮ সালে ‘নোহোয়্যার টু গো’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এই ছবির জন্য কেরিয়ারের প্রথমবারের মতো বাফটা মনোনয়ন পেয়েছিলেন।  

9/10

বিদায় প্রফেসর

ম্যাগি স্মিথ ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রোডি’ ও ‘কালিফোর্নিয়া স্যুট’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন। 

10/10

বিদায় প্রফেসর

তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিশ্বের হ্যারি পটারের ফ্যানেরা।