Gold Price Today: ১ লাখ ছাড়াল রুপোর-ই দাম! আর সোনা তো... চিনের কারণেই সোনা-রুপোর এত দাম বৃদ্ধি!

Gold and Silver Price today: কেন এত দাম বাড়ছে সোনা-রুপোর? জানা গেল আসল কারণ...

Feb 05, 2025, 12:39 PM IST
1/5

আজকের সোনা-রুপোর দর

Gold and Silver Price today

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন একটু কমেছিল। সবাই তাই আশায় বুক বাঁধছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি!

2/5

আজকের সোনা-রুপোর দর

Gold and Silver Price today

২৪ ক্যারেট বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম ৮৫ হাজার টাকা ছাড়িয়ে পৌঁছেছে ৮৫,২১০ টাকায়। কলকাতা, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে একই দাম। দিল্লিতে অবশ্য ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম আরও একটু বেশি, ৮৫৩৬০ টাকা।

3/5

আজকের সোনা-রুপোর দর

Gold and Silver Price today

আর ২২ ক্যারেট গয়নার সোনার দাম কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও মুম্বইতে এক- ৭৮,১১০ টাকা। দিল্লিতে সামান্য একটু বেশি- ৭৮,২৬০ টাকা। 

4/5

আজকের সোনা-রুপোর দর

Gold and Silver Price today

যদিও দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইতে ১ কেজি রুপোর দাম সমান- ৯৯,৪০০ টাকা।  কিন্তু চেন্নাইতে এক কেজি রুপোর দাম ১ লাখ ছাড়িয়ে গিয়েছে- ১,০৫,৯০০ টাকা।

5/5

আজকের সোনা-রুপোর দর

Gold and Silver Price today

বিশেষজ্ঞরা বলছেন, চিনের শুল্ক আরোপের জন্যই মার্কিন সোনার দাম সর্বকালের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণেই সার্বিকভাবে দেশীয় বাজারেও বাড়ছে সোনার দাম।