BAPS Mandir: সুদূর দক্ষিণ আফ্রিকায় হিন্দু মন্দিরের গ্র্যান্ড উদ্বোধন! হল আশ্চর্য সুন্দর প্রাণপ্রতিষ্ঠা...
BAPS Hindu Mandir in South Africa Johannesburg: বিশ্ব জুড়ে তেরোশো মন্দির। তারই অন্যতম নতুন এই মন্দির। এখানে বসবাসকারী হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত এটি। আধ্যাত্মিকতা ও সংস্কৃতি চর্চার একটি নতুন স্পেস তৈরি হল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মন্দির বিশ্বাস, আত্মত্যাগ ও একতার প্রতীক। এই মন্দিরের নাম 'বাপস শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির'। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই মন্দিরের উদ্বোধন হল। সোমবার এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হল। হল প্রাণ প্রতিষ্ঠা উৎসবও। মোহন্ত স্বামী মাহারাজের নেতৃত্বে এই অনুষ্ঠান হল। 'বাপসে'র গ্লোবাল স্পিরিচুয়াল লিডার বলা হয় তাঁকে। দক্ষিণ আফ্রিকায় কিংবা আরও স্পষ্ট করে বললে জোহানেসবার্গে এই মন্দির এখানে বসবাসকারী হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৩০০ বিএপিএস মন্দির রয়েছে। আধ্যাত্মিকতা ও সংস্কৃতির চর্চা হয় এখানে।