Pay Commission: বাজেট পেশ তো হল, কবে থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশন, জানুন বিস্তারিত
Feb 05, 2025, 14:39 PM IST
1/5
সেই ইউপিএ সরকারের আমলে সপ্তম পে কমিশন ঘোষণা করা হয়। সেটি চালু হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। তারপর মোদী সরকার আসলেও কোনও পে কমিশন চালু হয়নি।
2/5
নিয়ম অনুযায়ী অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা ২০২৬ সালের ১ জানুয়ারি। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটা আশা ছিল এবছর হয়তো চালু হতে পারে পে কমিশন।
photos
TRENDING NOW
3/5
সর্বভারতীয় সংবাদমাধ্যের যা খবর তাতে এবছর তো দুর অস্ত, আগামী বছরও অষ্টম পে কমিশন চালু হওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে বলা হচ্ছে তেমন হলে এবার বাজেটেই তেমন একটি দিশা দেখাতে পারত সরকার।
4/5
বাজেটের আগেই অষ্টম পে কমিশনের ঘোষণা করেছিল মোদী সরকার। বলা হয়েছিল কমিশনের সদস্যদের শীঘ্রই নিয়োগ করা হবে। এবছরের শুরুতেই তারা তাদের সুপারিশ জানাবেন। কিন্তু তা এখনও দেখা যাচ্ছে না।
5/5
অষ্টম পে কমিশন কারযকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে অনেকটাই। পাশাপাশি পেনশনও বাড়বে কয়েকক গুণ। নূন্যতম পেনশন একলাফে হতে পারে ২৫ হাজার টাকা।