Gautam Gambhir Sacked: 'গৌতম গম্ভীরকে অবিলম্বে বরখাস্ত...' আর রেয়াত করা হল না! শুনিয়ে দেওয়া হল নিদান
Gautam Gambhir To Be Sacked: এখনই কি চাকরি হারাচ্ছেন গৌতম গম্ভীর? তবে তিনি পেয়ে গিয়েছেন ডেডলাইন!
1/5
গৌতম গম্ভীর হেড কোচ
![গৌতম গম্ভীর হেড কোচ Gautam Gambhir Head Coach](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/05/513263-gambu.jpg)
গতবছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গতবছর ৯ জুলাই প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ এক্সে পোস্ট করে জানিয়ে দেন যে, ভারতের পরবর্তী হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনার জুলাই মাসে শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নিয়েছিলেন। যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরেই সিলমোহর দিয়েছিল।তাঁর কোচিংয়ে তিনটি টি-২০ ও তিনটি ওডিআই খেলে ভারত! তবে গম্ভীর দায়িত্ব নেওয়ার ছ'মাসের ভিতরেই ভারতীয় ক্রিকেটে ঝড় উঠে গিয়েছে! একের পর এক ভরাডুবি! পরের পর ব্যর্থতায়, সাফল্য খুঁজতে হচ্ছে এখন!
2/5
কোচ হিসেবে গৌতম গম্ভীর এখনও পর্যন্ত যা করেছেন!
![কোচ হিসেবে গৌতম গম্ভীর এখনও পর্যন্ত যা করেছেন! Gautam Gambhir's Performance as Coach?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/05/513262-gambhir-bhai.png)
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানোর পরেই, গম্ভীরকে ভারতের কোচ করার নীলনকশা তৈরি করে ফেলেছিল বিসিসিআই। গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কায় ভারত দারুণ শুরু করে। তাদের শুরুতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করে, তবে ওডিআই সিরিজ শ্রীলঙ্কা ২-০ জিতে নেয়। ২৭ বছরের প্রথমবার ভারতকে ওডিআই সিরিজ হারতে হয়েছিল। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জেতে। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজেও পদ্মাপারের দেশকে ভারত চুনকাম করে। এরপরেই শুরু ঐতিহাসিক লজ্জা! ভারতের ঘরে ঢুকে নিউ জিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে।
photos
TRENDING NOW
3/5
বর্ডার-গাভাসকর ট্রফি
![বর্ডার-গাভাসকর ট্রফি Border-Gavaskar Trophy 2024-25](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/05/513261-bgt.png)
১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া।
4/5
ভারতীয় সমর্থকরা আর গৌতম গম্ভীরকে নিতে পারছেন না!
![ভারতীয় সমর্থকরা আর গৌতম গম্ভীরকে নিতে পারছেন না! Gautam Gambhir Should Be Sacked](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/05/513260-pj.png)
কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবির পর নেটপাড়া শুধু একটা কথাই বলেছিল, 'গৌতম গম্ভীরকে অবিলম্বে বরখাস্ত করা হোক'! অজিভূমে ব্যর্থতার পর সেই কথাই ফের ঘুর ফিরে আসছে। দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দালও আর চুপ করে থাকলেন না, তিনি এক্সে লেখেন, 'এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, সিরিজ জুড়েই অস্ট্রেলিয়া ভারতের চেয়ে ভালো দল হিসেবে খেলেছে। ভারতের দল নির্বাচন, ব্যাটিং প্রদর্শন এবং মাঠের বাইরে নাটক, কোনওটাই ছাপ রাখতে পারেনি। নির্বাচক থেকে শুরু করে বোর্ড এবং দলের থিঙ্ক ট্যাঙ্কের ভাবার সময় এসেছে, এবার লাল বল এবং সাদা বলের ক্রিকেট কোচিং স্টাফ পৃথকীকরণের। খেলার বিকাশের সঙ্গেই বেশিরভাগ তরুণ ক্রিকেটার সাদা বলকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে লাল বলের খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের পারফর্ম করার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউটিসি ফাইনালে যোগ্য দল হিসেবে খেলার জন্য় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে অভিনন্দন।'
5/5
গম্ভীর থাকবেন কতক্ষণ, কোচ যাবেন বিসর্জন!
![গম্ভীর থাকবেন কতক্ষণ, কোচ যাবেন বিসর্জন! BCCI Likely To Take Decision After Champions Trophy 2025](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/05/513259-icc.png)
আপাতত গম্ভীর থাকছেন ভারতের হেড কোচ হিসেবেই। তবে তাঁর মেয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ 'মিনি বিশ্বকাপ', আর এখানে ভারত ভালো করতে না পারলে বিসিসিআই কিন্তু গম্ভীরকে আর রেয়াত করবে না। কারণ জিজি-র বিরুদ্ধে এখনই ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে। যেমন- খেলোয়াড়দের সঙ্গে গম্ভীরের জনসংযোগ ভালো নয়, গম্ভীরের কোচিং স্টাইলেও অনেক খেলোয়াড়রই অসন্তুষ্ট। গম্ভীরের অবস্থান এখন মোটেই নিরাপদ নয়। এখন এও জানা যাচ্ছে যে, কোচ হিসেবে মোটেই গম্ভীর পছন্দের তালিকায় প্রথমে ছিলেন না।
photos