1/6
হার্দিক পাণ্ডিয়া
![হার্দিক পাণ্ডিয়া Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402722-56.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়াকে ভারতীয় দলের ভাবী অধিনায়ক হিসেবে দেখছেন অনেকেই। এখনকার হার্দিকের সঙ্গে অতীতের হার্দিকের কোনও মিলই নেই। হার্দিক এখন অনেক পরিণত, ভীষণ সংযত মানুষ। কিন্তু কিছু বছর আগেও হার্দিকের ভাবমূর্তি এমন ছিল না। বরোদার স্টার অলরাউন্ডার এক সময়ে অত্যন্ত বেহিসেবি ও রঙিন জীবনযাপন কাটিয়েছেন। একাধিক লাস্যময়ীরা তাঁর বুকে সময়ে সময়ে আগুন জ্বেলেছেন। তালিকা নিঃসন্দেহে ঈর্ষণীয়! এশা গুপ্তা থেকে এলি আভরাম হয়ে ঊর্বশী রৌতেলার মতো নায়িকাদের সঙ্গে জুড়েছে হার্দিকের নাম।
2/6
হার্দিক ও নাতাশা স্ট্যানকোভিচ
![হার্দিক ও নাতাশা স্ট্যানকোভিচ Hardik Pandya with Natasha Stankovic](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402718-5.jpg)
২০২০ সালের ১লা জানুয়ারি নাতাশার সঙ্গে বাগদান সেরেছিলেন হার্দিক। এরপর ৩১শে মে হার্দিক আচমকাই বিয়ের খবর দেন সকলকে। হার্দিক জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। সব কিছুই যেন ঝড়ের গতিতে হয়ে যায় হার্দিকের জীবনে। ক'দিন আগে বাগদান। তারপর চটজলদি বিয়ে। আর বাবাও হয়ে যান হার্দিক। বিয়ের পর থেকেই হার্দিকের জীবন একেবারে বদলে গিয়েছে। সন্তান আসার পর তিনি হয়ে যান অন্য় মানুষ। আইপিএল হোক বা দেশের ম্যাচ। হার্দিকের সমর্থনে সবসময় গ্যালারিতে থাকেন নাতাশা। বলা যেতে পারে হার্দিকের এক নম্বর সমর্থক তিনি।
photos
TRENDING NOW
3/6
লিসা শর্মা ও হার্দিক পাণ্ডিয়া
![লিসা শর্মা ও হার্দিক পাণ্ডিয়া Lisha Sharma with Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402716-888.jpg)
4/6
এলি আভরাম ও হার্দিক পাণ্ডিয়া
![এলি আভরাম ও হার্দিক পাণ্ডিয়া Elli Avram with Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402715-7.jpg)
5/6
এশা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া
![এশা গুপ্তা ও হার্দিক পাণ্ডিয়া Esha Gupta with Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402714-3.jpg)
6/6
ঊর্বশী রৌতেলা ও হার্দিক পাণ্ডিয়া
![ঊর্বশী রৌতেলা ও হার্দিক পাণ্ডিয়া Urvashi Rautela with Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/04/402713-9.jpg)
photos