Maha Kumbh | 8 Devotees killed: হাড়হিম! প্রয়াগরাজে পৌঁছনোর আগেই মর্মান্তিক মৃত্যু মহাকুম্ভের তীর্থযাত্রীদের...

Maha Kumbh | Road Accident in Jaipur | 8 Devotees killed: শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেব্রুয়ারি। ওই দিন আবার মাঘী পূর্ণিমা। দেখতে গেলে এখন স্নানের এই একটি তারিখই বাকি আছে। আর তার আগেই এই ছন্দপতন।

| Feb 08, 2025, 13:43 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুম্ভমেলার তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যু। জয়পুরের কয়েকজন মহাকুম্ভের দিকে যাত্রা করেছিলেন। এক ভয়ংকর পথদুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। প্রসঙ্গত, শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেব্রুয়ারি। ওই দিন মাঘী পূর্ণিমা। দেখতে গেলে এখন স্নানের এই একটি তারিখই বাকি আছে। আর তার আগেই এই ছন্দপতন। 

1/6

স্নানের একটি মহাদিন

এবার মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। মেলা শেষ ২৬ ফেব্রুয়ারি। মকর সংক্রান্তির প্রথম শাহি স্নানের তারিখ ছিল ১৪ জানুয়ারি। শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেরব্রিয়ারি-- মাঘী পূর্ণিমা। এখন স্নানের এই একটি তারিখই বাকি।

2/6

জয়পুরে

এই শেষ মুহূর্তে মনখারাপ করা পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর ন্যাশনাল হাইওয়েতে, জয়পুরের মোকামপুরায়।

3/6

কী করে দুর্ঘটনা?

কী করে ঘটল এমন পথদুর্ঘটনা? তীর্থযাত্রীরা যে-গাড়ি করে যাচ্ছিলেন, সেটির টায়ার বার্স্ট করে।

4/6

বাসের সঙ্গে ধাক্কা

গতিশীল গাড়িটি লাফিয়ে ওঠে এবং রাস্তার ডিভাইডারের উপর উঠে পড়ে। আর তখনই গাড়িটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে।

5/6

৮ মৃত্যু

ভয়ানক এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনই প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছিলেন বলে খবর।

6/6

পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ!

এবার পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। এবার শাহি স্নানের তারিখ মোট ছ'টি। প্রথম শাহি স্নানের তারিখ ছিল ১৩ জানুয়ারি, তারপর ১৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি, ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী) এবং ১২ ফেরব্রিয়ারি (মাঘী পূর্ণিমা)।