Kolkata Traffic Advisory: আজ রাত থেকেই কলকাতা অচল? রবিভোর থেকেই বন্ধ মহানগরীর গুরুত্বপূর্ণ সব রাস্তা! জেনে নিন কোনগুলি...

Kolkata Police SDSL Half Marathon: রাজ্যের রাজধানী শহরে অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা পুলিস এসডিএসএল হাফ ম্যারাথন'। সেই কারণে শনিবার রাত ও রবিবার কলকাতা শহরের বেশকিছু রাস্তা বন্ধ থাকবে। 

Feb 08, 2025, 13:43 PM IST
1/6

কোন কোন রাস্তা বন্ধ রবিবার? ট্রাফিকের হালহকিকত...

Kolkata Traffic Update

অয়ন ঘোষাল: রবিবার শহরে অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা পুলিস এসডিএসএল (সেফ ড্রাইভ সেভ লাইফ) হাফ ম্যারাথন'। সেই কারণে রবিবার দিন এবং তার আগের শনিবার রাতে শহরে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস। 

2/6

কোন কোন রাস্তা বন্ধ রবিবার? ট্রাফিকের হালহকিকত...

Kolkata Traffic Update

ট্র্যাফিক বিজ্ঞপ্তি অনুসারে, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ভোর ৪:০০ টা থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত বেশ কয়েকটি প্রধান সড়কে সকল ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আরআর অ্যাভিনিউ, এজেসি বোস রোড এবং খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়ক।

3/6

কোন কোন রাস্তা বন্ধ রবিবার? ট্রাফিকের হালহকিকত...

Kolkata Traffic Update

ম্যারাথনের দিন, ৯ ফেব্রুয়ারি হলেও তার প্রস্তুতির জন্য আজ ৮ ফেব্রুয়ারি রেড রোড-সহ কলকাতা ময়দান এলাকা  আজ রাত ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত, অথবা ম্যারাথন সম্পন্ন না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এই বন্ধের ফলে আশেপাশের রাস্তায় কিছু ডাইভারশন প্রয়োগ করা হয়েছে।

4/6

কোন কোন ঘুরপথে গাড়ি চলবে?

Kolkata Traffic Update

ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বরাবর দক্ষিণমুখী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো ইস্টের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মা ফ্লাইওভার ও খিদিরপুর রোড দিয়ে যে গাড়িগুলির যাতায়াত করার কথা, সেগুলিকেও অন্য রাস্তা দিয়ে ঘুরপথে চালানো হতে পারে। যাতে যানজট এড়ানো সম্ভব হয়।

5/6

পার্কিং সংক্রান্ত নিষেধাজ্ঞা

Kolkata Traffic Update

হাফ ম্যারাথন চলাকালীন ভোর ৪টে ৩০ মিনিট থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে গাড়ি পার্ক করা নিয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

6/6

ট্রাফিকের হালহকিকত...

Kolkata Traffic Update

ওই সময়ের মধ্যে যে রাস্তাগুলিতে গাড়ি পার্ক করা যাবে না, সেগুলি হল - খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড। এছাড়াও, ম্যারাথন চলাকালীন আশপাশের একাধিক রাস্তায় কিছুক্ষণের জন্য পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।