1/9
itbp inter
![itbp inter আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির উত্থান।আইটিবিপি-তে প্রথম মহিলা কমব্যাট অফিসার হিসেবে নিযুক্ত হলেন ২৫ বছরের প্রকৃতি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112136-indo.jpg)
photos
TRENDING NOW
3/9
commandant
![commandant পদবি ছাড়াই প্রকৃতি নামেই নিজেকে পরিচয় দেন এই তরুণী। জাতপাত থেকে মুক্তির লক্ষ্যে মেয়ের নামের সঙ্গে পদবি পদবি যোগ করেননি প্রকৃতির মা-বাবা।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112134-itbp-3.jpg)
4/9
electrical engineering
![electrical engineering সিএপিএফে অফিসার নিয়োগে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন প্রকৃতি। প্রথম চেষ্টাতেই সফল হয়েছেন তিনি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112133-chinese-indian-army-pti.jpg)
5/9
prakiti 2016
![prakiti 2016 পিটিআইকে প্রকৃতি জানিয়েছেন,''২০১৬ সালে মার্চে সংবাদমাধ্যমে দেখেছিলাম, কমব্যাটে মহিলাদের নিয়োগ করছে সরকার। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি, আইটিবিপি-তে যোগ দেব।''](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112132-prakriti-itbp-pti.jpg)
6/9
cpf
![cpf ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রকৃতি। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আইটিবিপির ছাউনিতে রয়েছেন। শীঘ্রই দেরাদুনে সেনা প্রশিক্ষণে যোগ দেবেন তিনি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112131-first-woman-inducted.jpg)
7/9
tittle less
![tittle less আইটিবিপি-র এক আধিকারিক জানিয়েছেন, দেরাদুনে প্রশিক্ষণ শেষে পরের বছর অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট হিসেবে যোগ দেবেন তিনি। সীমান্তের ছাউনিতে তাঁকে পাঠানো হবে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112130-prakriti-itbp-pti.jpg)
8/9
2016 itbp
![2016 itbp কনস্টেবল স্তরে মহিলাদের কমব্যাটে নিযুক্ত করে সেনা। ২০১৩ সালের পর বিএসএফ ও সশস্ত্র সীমা বলে সরাসরি মহিলাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। চিন-ভারত সীমান্তে প্রতিকূলতার জেরে নজরদারের ভূমিকায় মহিলাদের নিয়োগ করেনি আইটিবিপি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112129-itbp-recruitment.jpg)
9/9
prakiti
![prakiti এলএসি-তে ৩,৪৮৮ কিলোমিটার ভারত-চিন সীমান্তে পাহারার দায়িত্বে আইটিবিপি। ১৯৬২ সালে চিনের আগ্রাসনের পর এই বাহিনী গঠন করা হয়েছিল। আইটিবিপি-তে মহিলা অফিসার থাকলেও কমব্যাটে কেউ ছিলেন না।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/08/112128-itbp.jpg)
photos