Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে এবার নজরদারিতে বস্কো-ম্যাক্সি! এই প্রথম NDRF নামাল...

Dog Squad at Gangasagar: গঙ্গাসাগর মেলায় এবার ডগ স্কোয়াড। বস্কো এবং ম্যাক্সি চালাবে ২৪ ঘণ্টার নজরদারি।

Jan 12, 2025, 14:11 PM IST
1/6

অয়ন ঘোষাল: এই প্রথম গঙ্গাসাগর মেলায় NDRF তরফে নামানো হল ডগ স্কোয়াড। 

2/6

বস্কো এবং ম্যাক্সি নামের এই দুই কুকুর ইন্ডিয়ার এফের সঙ্গে জলপথ এবং স্থলপথে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। 

3/6

এনডিআরএফ সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এ বছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছে একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট।

4/6

 সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট।

5/6

 ৭০ জনেরও বেশি ইন্ডিয়ারে সমান মোতায়েন করা রয়েছে সাগর মেলা প্রাঙ্গণে। 

6/6

২৪ ঘন্টা সাত দিন ১০ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জওয়ান জলপথে নজরদারি চালাচ্ছে।