Gold Reserved Discovered: রাতারাতি বদলাবে দেশের আর্থিক অবস্থা, নদীগর্ভে ৩২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে ৮০ হাজার কোটির সোনা...

Feb 18, 2025, 20:47 PM IST
1/6

সিন্ধুতে সোনা

সিন্ধুতে সোনা

পাকিস্তানের আর্থিক অবস্থা এখন তলানিতে। ধরের রাস্তাও ক্রমে বন্ধ হয়ে আসছে। এরকম এক পরিস্থিতিতে শাহবাজ শরিফের কাছে বড় খবর হল, সোনার সন্ধান দিল সিন্ধু নদ।

2/6

সোনা মিলল ৩২ কিমি এলাকায়

সোনা মিলল ৩২ কিমি এলাকায়

সিন্ধু নদের ৩২ কিলোমিটার এলাকার ১২৭টি জায়গার খোঁজ পাওয়া গিয়েছে টন টন সোনা। এতে হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।

3/6

৮০ হাজার কোটির সোনা

৮০ হাজার কোটির সোনা

ওই সোনার মূল্য কত? জানলে চোখ কপালে উঠবে। একটি হিসেব বলছে ওই বিপুল পরিমাণ সোনার মূল্য পকিস্তানি মুদ্রায় ৮ বিলিয়ন রুপি বা ৮০ হাজার কোটি টাকা।  

4/6

সোনার ওজন ৬৫৩ টন

সোনার ওজন ৬৫৩ টন

ওই সোনার ওজন ৬৫৩ টন। পাক সংবাদ দৈনিক ডন-এর একটি রিপোর্ট বলছে এলাকার মানুষজন সারাদিন বসে রয়েছেন নদের বিভিন্ন জায়গায়। সেখানে তারা জল বালতি ডুবিয়ে সোনা খুঁজছেন।

5/6

জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান

জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান

জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তানের সূত্র উল্লেখ করে পাকিস্তানের খনি মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদও ৮ বিলিয়ন টাকা মূল্য়ের সোনা পাওয়ার কথা স্বীকার করেছেন।  

6/6

পরিবেশবিদদের হুঁশিয়ারি

পরিবেশবিদদের হুঁশিয়ারি

হাসান মুরাদের দাবি, ওই সোনার পাকিস্তানের ভেঙেপড়া আর্থিক অবস্থার ভোল বদলে দিতে পারে। ওই সোনা পাওয়া গিয়েছে ১৮ হাজার হেক্টর এলাকায়। তবে পরিবেশবিদরা হুঁশিয়ারি দিয়েছেন সিন্ধু নদে খননকার্য চালালে পরিবেশের ভারসাম্য ধব্ংস হবে। এর প্রভাব পরিবেশের উপরে পড়বে।