Home Image: 
LIST OF COLLEGES : জয়েন্টে ভয় পাওয়ার কিছু নেই!  JEE না দিয়েই BTech পড়া যায় এই ৯ সেরা কলেজে...
Domain: 
Bengali
Home Title: 

জয়েন্টে ভয় পাওয়ার কিছু নেই!  JEE না দিয়েই BTech পড়া যায় এই ৯ সেরা কলেজে...

English Title: 
TO STUDY ENGINEERING YOU DON'T NEED TO RANK IN JEE MAINS IN THESE TOP COLLEGES
Slide Photos: 

ব্যাঙ্গালোরের এই ইঞ্জিনিয়ারিং কলেজে কেসিইটি, কমেডক, ইউজিইটি ইত্যাদি পরীক্ষা এবং ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন করে। বার্ষিক খরচ দুই থেকে তিন লাখ। 

এসআরএম ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের নিজস্ব পরীক্ষা এসআরএম জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেয়। পঠন-পাঠনের খরচ বার্ষিক আড়াই থেকে চার লাখ টাকা।

 

ভেলোর ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের নিজস্ব পরীক্ষা পদ্ধতির (VITEEE)মাধ্যমে ইঞ্জিনিয়ারিং-এ ছাত্র ছাত্রী নির্বাচন করে। ইঞ্জিনিয়ারিং-এর ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাসিং- এর ব্যাবস্থা করে।বার্ষিক খরচ দুই থেকে পাঁচ লক্ষ টাকা

 

তামিলনাড়ুর এই ইঞ্জিনিয়ারিং কলেজ অন্যতম পুরনো এবং প্রসিদ্ধ। উচ্চ-মাধ্যমিক অর্থাত ক্লাস টুয়েলভ- এর নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় এখানে। এছাড়া রাজ্যের নিজস্ব এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। অন্যান্য সব প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের তুলনায় এই কলেজে পড়ার খরচ কম। বছরে দেড় লাখের কাছাকাছি।

ইঞ্জিনিয়ারিয়ে প্রথম সারির কলেজগুলোর মধ্যে পুনের এই কলেজ অন্যতম। সাধারণত মহারাষ্ট্রের আন্তঃরাজ্য ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এই কলেজে ভর্তি নেওয়া হয়। অল্প সংখ্যক কোটার ভিত্তিতেও ছাত্রছাত্রীরা ভর্তি হয় এখানে। পঠন পাঠন শেষে চাকরির সুযোগ করে দেয় এই প্রতিষ্ঠান। আনুমানিক খরচ তিন থেকে পাঁচ লক্ষ টাকা। 

 

ইঞ্জিনিয়ারিয়ে প্রথম সারির কলেজগুলোর মধ্যে পুনের এই কলেজ অন্যতম। সাধারণত মহারাষ্ট্রের আন্তঃরাজ্য ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে এই কলেজে ভর্তি নেওয়া হয়। অল্প সংখ্যক কোটার ভিত্তিতেও ছাত্রছাত্রীরা ভর্তি হয় এখানে। পঠন পাঠন শেষে চাকরির সুযোগ করে দেয় এই প্রতিষ্ঠান। আনুমানিক খরচ তিন থেকে পাঁচ লক্ষ টাকা। 

 

কর্নাটকের কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং-এ ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ভালো রেজাল্ট এর জন্য নামকরা এই প্রতিষ্ঠান। বছরে দুই থেকে তিন লাখ টাকা খরচা হয় এখানে পড়ার জন্য।

ইঞ্জিনিয়ারিং এর নামকরা কলেজ গুলোর মধ্যে দিল্লির এই প্রতিষ্ঠান প্রতিবছর প্রচুর ছাত্রছাত্রীর নজরে থাকে। সাধারণত উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভ এর রেজাল্টের ওপর ভিত্তি করেই ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়। বার্ষিক দুই থেকে তিন লাখ টাকা খরচা হয় এই প্রতিষ্ঠানে পড়ার জন্য

 

 

সারা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান বিআইটিএস পিলানি। প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এখানে পড়তে আসে উজ্জ্বল ভবিষ্যতের আশায়। শিক্ষায় সেরা তকমা পাওয়া এই প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরীক্ষার পদ্ধতির মাধ্যমে ভর্তি নেয় ইঞ্জিনিয়ারিং এর জন্য। বছরে ৪ থেকে ৬ লাখ টাকা খরচা হয় এই প্রতিষ্ঠানে পড়ার জন্য

 

Publish Later: 
No
Publish At: 
Tuesday, February 18, 2025 - 13:39
Mobile Title: 
জয়েন্টে ভয় পাওয়ার কিছু নেই! JEE না দিয়েই BTech পড়া যায় এই ৯ সেরা কলেজে...
Facebook Instant Gallery Article: 
No