এবি ডিভিলিয়ার্সের পর এবার অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

| Nov 17, 2018, 13:18 PM IST
1/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

1

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আরও বড় শূন্যস্থান তৈরি হতে চলেছে। কয়েক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স। এবার ফাফ ডুপ্লেসি জানিয়ে দিলেন, তিনিও অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

2/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

2

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স ও ফাফ ডুপ্লেসির বন্ধুত্ব সর্বজনবিদীত। কেরিয়ারের শুরু থেকেই ফাফ ও এবি একে অপরের ভাল বন্ধু। 

3/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

3

২০১২-তে অস্ট্রেলিয়া অ্যাডিলেডে টেস্ট অভিষেক হয়েছিল ডুপ্লেসির। প্রথম ম্যাচেই প্রায় গোটা একদিন ব্যাট করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি। 

4/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

4

ডুপ্লেসি বলেছেন, ''গোটা কেরিয়ারে আমি বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে আলাদা উত্তেজনা বোধ করেছি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামলে সেই উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। আমি জানি না, টিম ম্যানেজমেন্ট ২০২০ টি-২০ বিশ্বকাপের দলে আমাকে ভাববে কিনা। কিন্তু আমি এখন থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ অনুভব করছি।''

5/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

5

এর পরই ফাফ ডুপ্লেসি অবসরের সিদ্ধান্তের কথা জানান। বলেন, ''অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হলে আমি সব সময় নিজের সেরাটা উজাড় করে দিতে চেষ্টা করি। তাই টি-২০ বিশ্বকাপ আমার কাছে অন্যরকম একটা উত্তেজনা। ২০২০ বিশ্বকাপ আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।''

6/6

অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

6

এবির পর এবার ফাফ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ইতিমধ্যে ডুপ্লেসির এমন সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। ডুপ্লেসি জানিয়েছেন, টি-২০ ক্রিকেট ভবিষ্যত। আর ক্রিকেটের ছোট ফরম্যাটে কমবয়সী ক্রিকেটারদের প্রাধান্য থাক উচিত।