প্রবল বেগে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘কিয়ার’, আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি দক্ষিণ-পশ্চিম উপকূলে

Oct 26, 2019, 18:37 PM IST
1/6

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ‘কিয়ার’ ঘুর্ণিঝড়। 

2/6

শনিবার ফের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। এর জেরে কর্নাটকের দক্ষিণ ও উত্তর এবং উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

3/6

পূর্ব ও মধ্য আরব সাগরে প্রবল জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে উত্তর কর্নাটক উপকূলে। 

4/6

শুক্রবার সন্ধে থেকে গভীর নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিম রত্নাগিরি থেকে ১৯০ কিলোমিটা এবং  মুম্বইয়ের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। 

5/6

২৪ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং পরে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম-এ পরিণত হবে বলে জানাচ্ছে হওয়া অফিস। 

6/6

সূত্রে খবর ভারতীয় উপকূলে এই ঘুর্ণিঝড় না আছড়ে পরে দক্ষিণ ওমান এবং ইয়েমেন উপকূলে দিকে চলে যাবে।