স্কুল খুলতেই করোনা আক্রান্ত ছাত্রছাত্রীরা, কোয়ারেন্টাইনে প্রায় ১০০ জন

Aug 08, 2020, 12:27 PM IST
1/5

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে বিশ্বে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও স্কুলে ক্লাস চালু করায় জোর দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাধ্য হয়ে গত মাসে স্কুল খোলার অনুমোদন ও গাইডলাইন প্রকাশ করে সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। চলতি সপ্তাহে তাই পুনরায় ক্লাসও শুরু করে দেয় কিছু স্কুল। আর তারপরেই দুঃসংবাদ।

2/5

মিসিসিপিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম হটস্পট (২২ শতাংশ পজিটিভিটি রেট)। সেখানেও চালু হয় স্কুল। করিন্থের বিভিন্ন স্কুলে ক্লাস শুরুর পরপরই অসুস্থ হয় মোট ৮ জন ছাত্রছাত্রী। এরপরই তড়িঘড়ি তাদের সংস্পর্শে আসা প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।  

3/5

অ্যালকর্ণের করিন্থ শহরে এই মুহূর্তে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা ভাইরাস। তার উপর স্বাস্থ্য ব্যবস্থাও যথেষ্ট চাপে। এমন পরিস্থিতিতে স্কুল খোলার প্রতিবাদের সরব হয়েছেন অভিভাবকদের একাংশ।  

4/5

স্কুল চালু হয়ে গেলে পড়াশোনা, পরীক্ষা এগিয়ে যাবে, এই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য হন অনেক অভিভাবক। 

5/5

যদিও মিসিসিপির গভর্নরের বক্তব্য, "আমরা পজিটিভ কেসগুলো চিহ্নিত করেছি। বাকিদেরও ট্রেস করেছি সফলভাবে। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।"