Road Accident: কপিলমুনির মন্দিরে পুজো দিতে যাচ্ছিল! প্রায় ৬০ পুণ্যার্থীকে নিয়ে উল্টে গেল বাস, ভয়ংকর...

South 24 Paragana: ঘন কুয়াশার জেরে ভয়ংকর দুর্ঘটনা। ৫০-৬০জন পুণ্যার্থী নিয়ে উল্টে গেল বাস। 

Feb 21, 2025, 11:49 AM IST
1/6

নকীবউদ্দিন গাজি: গঙ্গাসাগরে চৌরঙ্গীর কাছে ঘন কুয়াশা। কুয়াশার জেরে ভয়ংকর দুর্ঘটনা।

2/6

ঘন কুয়ারশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি বাস।  

3/6

৫০ থেকে ৬০ জন পুণ্যার্থী ছিল বলে জানা যায়।

4/6

পুণ্যার্থীরা সকলেই বাসে করে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে জানা যায়।

5/6

২৫ থেকে ৩০ জন গুরুতর আহত।

6/6

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে সাগর থানার পুলিস।