Israel Terror Attack: ইজরায়েলে ভয়ঙ্কর জঙ্গি হামলা! বিস্ফোরণে পর পর উড়ল বাস... রক্তের স্রোত বইল রাস্তায়?

Israel blasts: বিস্ফোরকের গায়ে লেখা  “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ!”  

Feb 21, 2025, 11:35 AM IST
1/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলে ভয়ঙ্কর জঙ্গি হামলা! ইজরায়েলের প্রাণকেন্দ্রে তেল আভিভের দুটি শহরতলি এলাকায় পর পর বিস্ফোরণ।

2/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

পর পর ৩টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া আরও ৩টি বাসেও মিলেছে বিস্ফোরক। বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 

3/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

বিস্ফোরণের পর তেল আভিভ শহরতলির ব্যাট ইয়াম লাইনে বন্ধ ট্রেন চলাচল। কার্যত স্তব্ধ শহর। 

4/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের জেরে হতাহতের কোনও খবর নেই। 

5/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

বাসে বিস্ফোরক মেলাতেই জঙ্গি হামলা বলে সন্দেহ করছে স্থানীয় প্রশাসন। কারণ, বিস্ফোরকের (না ফাটা) গায়ে লেখা ছিল  “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ।”

6/6

ইজরায়েলে জঙ্গি হামলা!

Israel Terror Attack

প্রসঙ্গত, গাজা স্ট্রিপ নিয়ে ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের বিবাদ সুবিদিত। তাই এই হামলার পিছনে হামাস 'জঙ্গি গোষ্ঠী'র কোনও হাত আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।