Multi-Vehicle Crash: ভয়ংকর! ১১৫ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস, মৃত কমপক্ষে ৫৫...

Guatemala: যাত্রীবাহী ওই বাসে ৭০ জনের উপরে যাত্রী ছিল। শিশু, মহিলা, বৃদ্ধরাও ছিলেন। সোমবার এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে। 

Feb 11, 2025, 12:48 PM IST
1/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে। 

2/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে গুয়াতেমালায়। গার্ডরেল ভেঙে খাদে পড়ে বাস। আরও দেহ খাদে নিখোঁজ থাকতে পারে বলে মনে করছে সে দেশের পুলিস।

3/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

বাসটি রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে আসছিল। গন্তব্য ছিল গুয়াতেমালা শহর। কোনও কারণে রাস্তায় পর পর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা ঘটে যার জেরে ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাই বাসটি।

4/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

সেতু থেকে ছিটকে পড়ে ৬৫ ফুট গভীর খাদে। প্রশাসন সূত্রে খবর, বাসটি প্রায় ৩০ বছরের পুরোনো। তবে তার লাইসেন্স রয়েছে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় প্রায়শই পথদুর্ঘটনা ঘটে থাকে।

5/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

গুরুতর আহত অবস্থায় একাধিক জনকে সান জুয়ান দে দিওস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন সেখানে দুইজনের মৃত্যু হয়। এমনকী নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

6/6

ব্রিজ থেকে সোজা খাদে পড়ল বাস

bus fell from a bridge

নোংরা জলের ওই খালে বাসটির সামনের অংশ ডুবে যায়। যাত্রীবাহী ওই বাসে ৭০ জনের উপরে যাত্রী ছিল। শিশু, মহিলা, বৃদ্ধরাও ছিলেন। এখনও উদ্ধারকার্য চলছে।