Gold Price Today: কলকাতায় আরও বাড়ল সোনার দাম! চিন্তা বাড়িয়ে ১ ভরি সোনার দাম পৌঁছল...

Gold, silver rate today: ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক-সহ বিশ্বের একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সংশ্লিষ্ট দেশের কারেন্সি’কে টালমাটাল বাজার এবং ক্রমশ শক্তিশালী হওয়া ডলারের ধাক্কায় ভূপতিত হওয়া থেকে আটকাতে দেদার সোনা কিনে দেশের গোল্ড রিজ়ার্ভ বাড়াচ্ছেন।

Feb 11, 2025, 10:35 AM IST
1/5

সোনার দাম

Gold Price Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য দাম সোনার। বিয়ের মরশুমে সোনার দাম চড়চড়িয়ে বাড়ছেই। ফেব্রুয়ারিতে আকাশছোঁয়া দাম বাড়ল। প্রায় রোজই নতুন উচ্চতায় উঠছে সোনার দাম। 

2/5

সোনার দাম

Gold Price Hike

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮০,৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭,৯৩০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৮,০৮০ টাকা। 

3/5

সোনার দাম

Gold Price Hike

মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮০,৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭,৯৩০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮০,৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭,৯৩০ টাকা।

4/5

সোনার দাম

Gold Price Hike

পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি নয়াদিল্লিতে ১০ গ্রাম সোনার দর যেখানে ৭৯,৩৯০ টাকা ছিল, সেখানে সোমবার তা পৌঁছে গিয়েছে ৮৮,০০০ (কর-সহ) টাকায়। যে ছেঁকায় জেরবার আমজনতা এখন সম্ভাব্য সব কেনাকাটা বন্ধ রেখে কবে দাম কমবে, সেই দিন গুনছেন।

5/5

সোনার দাম

Gold Price Hike

প্রসঙ্গত, ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর।