Chhaava | Vicky Kaushal: ভিকির ছাভা মুক্তির আগেই গড়েছে রেকর্ড, ২০২৫ -এর সেরা...

Chhaava | Vicky Kaushal: ভিকি কৌশলের আসন্ন মুক্তি পাওয়া ছবি 'ছাভা' -কে অত্যন্ত ব্যস্ত নায়ক,নায়িকা থেকে পরিচালকমণ্ডলী। এখনও অবধি খনও পর্যন্ত ১.৪৬ লক্ষ টিকিট...

Feb 11, 2025, 17:55 PM IST
1/6

মুক্তির আগে গেলেন স্বর্ণ মন্দির দর্শনে

He visited the Golden Temple before his release

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিকি কৌশল ও রশ্মিকা মান্দান্না খুবই ব্যস্ত তাঁদের আসন্ন ছবি 'ছাভা' কে নিয়ে। প্রচারের জন্য তাঁরা পাড়ি দিয়েছেন অমৃতসরের উদ্দেশ্যে। ছবিটি মুক্তির আগে তাঁরা গেলেন স্বর্ণ মন্দির দর্শনে। 

2/6

প্রযোজনা

The production

লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ও দীনেশ বিজনের প্রযোজনায়, ছাভাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দান্না। 

3/6

ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প

The story of Chhatrapati Sambhaji Maharaj

ঐতিহাসিক ছবিটি মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র মারাঠা যোদ্ধা ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প নিয়ে হয়েছে। অক্ষয় খান্না এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 

4/6

মুক্তির আগেই সাড়া

Response before release

এই ছবিতে সহ অভিনেতাদের মধ্যে রয়েছেন আশুতোষ রানা, দিব্যা দত্ত এবং অন্যান্যরা। মুক্তির আগেই, ছবিটি বুকিং প্রি-সেল-এ অভূতপূর্ব সাড়া পাচ্ছে। 

5/6

টিকিট বিক্রি

ticket sales

আপডেট অনুসারে এখনও পর্যন্ত ১.৪৬ লক্ষ টিকিট বিক্রি করে ৪.১৭ কোটি টাকা সংগ্রহ করেছে। এটি অজয় দেবগণের শয়তানের অ্যাডভান্স বুকিং কালেকশনকেও ছাড়িয়ে গেছে, যা প্রায় ৪.১৪ কোটি টাকা ছিল। 

6/6

প্রচারে গিয়ে ভিকি বলেছেন

Vicky said on the campaign trail

একটি প্রচারে গিয়ে 'ছাভা' নিয়ে বলতে গিয়ে ভিকি বলেছেন, 'এই ছবির জন্য আমাকে বেছে নোওয়া হয়েছে এটাই আমার সৌভাগ্য, আমি লক্ষণ উতেকর ও দিনেশ বিজয় স্যরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।'