বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, আহত ৬০

আজ সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্টের দিকে ঢালাই কারখানা বাসস্ট্যান্ড ভেঙে ঢুকে পড়ে বাসটি।  

Nov 11, 2020, 11:08 AM IST
1/6

 নিজস্ব প্রতিবেদন: সাত সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে বড়সড় দুর্ঘটনা। দীঘা থেকে মধ্যমগ্রামগামী বাসের সঙ্গে এই  দুর্ঘটনা ঘটে।  ঘটনায় আহত ৬০ জন যাত্রী।

2/6

 আজ সকালে গতি হারিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্টের দিকে ঢালাই কারখানা বাসস্ট্যান্ড ভেঙে ঢুকে পড়ে বাসটি। সজোড়ে ধাক্কা দেয় বাসস্ট্যান্ডে গিয়ে। হুমড়ি খেয়ে বাসের সামনের দিকে পড়ে যায় যাত্রীরা।  

3/6

বেসামাল হয়ে বাসটি বাসস্ট্যান্ড ভেঙে এক্সপ্রেসওয়ে থেকে প্রায় কুড়ি ফুট নীচে গড়িয়ে পড়ে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

4/6

 সে সময় রাস্তার ধারের একটি পিলারে ধাক্কা লেগে আটকে যায় বাস। কোনক্রমে যাত্রীরা বাসের বিপদকালীন দরজা খুলে বেরিয়ে আসে।

5/6

এই ঘটনায় দিনের ব্যস্ত সময়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টের দিকের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। 

6/6

ঘটনাস্থলে স্থানীয় পুলিস পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।