#MahaExitPollOnZee: নীতীশ-মোদীর জাদু ফিকে, তেজস্বীর তেজেই আস্থা বিহারের

Nov 07, 2020, 22:04 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আর মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না নীতীশ কুমারের। বিহারের মসনদ থেকে সরতে চলেছেন তিনি। তরুণ মুখ তেজস্বী যাদবের উপরেই ভরসা করছেন বিহারবাসী। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই তেমন আভাস। Zee মিডিয়ার মহা এক্সিট পোলও তাই বলছে। মহা এক্সিট পোলের ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে আরজেডি-কংগ্রেস জোট।      

2/6

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মহাজোট। তবে লড়াই জোরদার। এনডি-র কাছেও সুযোগ আছে। সমীক্ষা বলছে, এনডি: ১১৬। মহাজোট: ১১৯। অর্থাৎ জাদু সংখ্যা ছুঁতে পারছে না কেউই। 

3/6

রিপাবলিক-জন কি বাতের বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে মহাজোট। তাদের ইঙ্গিত, এনডিএ: ১০৪। মহাজোট: ১২৮। 

4/6

তবে সিএনএন নিউজ-টুডেজ চাণক্যর ইঙ্গিত, বিপর্যয় হতে চলেছে এনডিএ-র। তারা পাচ্ছে ৫৫টি আসন। ১৮০টি যাচ্ছে মহাজোটের কাছে। এমন ফল হলে বলাই যায়, নীতীশের উপরে আস্থা হারিয়েছেন বিহারবাসী। মোদীর ক্যারিশ্মাও আর কাজ করছে না। 

5/6

টিভি নাইন ভারতবর্ষের সমীক্ষায় এনডিএ বা মহাজোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ১১৫ আসন পেতে পারে এনডিএ। আর ১২০টি আসন যাচ্ছে মহাজোটের ঝুলিতে। সেক্ষেত্রে আরজেডি-কংগ্রেসকে ম্যাজিক সংখ্যা ছুঁতে চাই এনডিএ শরিক এলজেপি-র ৪টি আসন। এমন পরিস্থিতি হলে নিশ্চিতভাবে আগেভাগে কিছু বলা সম্ভব হবে না। 

6/6

জি মিডিয়ার মহা এক্সিট পোলের আভাস, ৯৮টি আসনে থমকে যাচ্ছে এনডিএ। আর ১৩৭টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে আরজেডি। বিহারের অবসান হতে চলেছে নীতীশ-যুগের। বুথ ফেরত সমীক্ষা একটা আভাস দেয়। সবসময় যা তা মেলে এমন নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফারাক থাকে ঊনিশ-বিশ।