Pori Moni: 'আমার ডানা কেটে দিয়েছে বলে উড়তে পারিনি', কলকাতায় না আসার কষ্টে কাঁদছেন পরী!

Felubakshi: ১৭ জানুয়ারি মুক্তি পায় পরিমণির টলিউডের ডেবিউ ছবি 'ফেলুবক্সী'। ছবি মুক্তির আনন্দের মধ্যেই মন

Jan 17, 2025, 18:38 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে ডেবিউ দিলেন বাংলাদেশের 'বিতর্কিত' অভিনেত্রী পরীমণি। বাংলায় মুক্তি পেল পরিমণির নতুন সিনেমা 'ফেলুবক্সী'। ছবিতে সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।

2/6

১৭ জানুয়ারি মুক্তি পায় তাঁর এই ছবি। কিন্তু খুশির খবরের মাঝে মন খারাপ অভিনেত্রী। জানা গিয়েছে, ছবির প্রচার থেকে কোনও কিছুতেই এখানে আসতে পারেননি পরিমণি।

3/6

ভিসা না পাওয়ায় অভিনেত্রী ভারতে আসতে পারেননি। ভিসা না পাওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

4/6

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পরী বলেন, '৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।'

5/6

তিনি আরও বলেন, 'ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হল না! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।'

6/6

পরীমণি বলেন, 'যাইহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…। প্রিয় কলকাতা ভালোবাসা নিয়ো।' উল্লেখ্য, ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী।