Penang: কলকাতা থেকে কয়েক ঘণ্টা, প্রকৃতি ঢেলে সাজিয়েছে পেনাংকে, ভিসা ছাড়াই আপনার আমন্ত্রণ
Penang: দেখতে গেলে কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা, আর প্রকৃতি ঢেলে সাজিয়েছে এই পেনাংকে, ভিসা ছাড়াই আপনার আমন্ত্রণ আপাতত...
1/7
মালয়েশিয়া হয়ে উঠছে ফেভারিট ডেস্টিনেশন
বাঙালির পায়ের তলায় সর্ষে! উঠলো বাই তো কটক যাই বলে এই জাতি বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ভ্রমণে ঝুঁকেছেন বহু বাঙালিই। সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার পর এখন অনেকের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে মালয়েশিয়া। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ১০ লক্ষেরও বেশি ভারতীয় গিয়েছিলেন মালেয়শিয়া ঘুরতে! যা ২০২৩ সালের চেয়ে ৭১.৭ শতাংশ বেশি। বুঝতেই পারছেন যে, মালয়েশিয়ার জনপ্রিয়তা এই দেশের মানুষের কাছে উত্তোরত্তর বাড়ছে।
2/7
আপনিও কি মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন?
আপনারও কি বাকেট-লিস্টে মালয়েশিয়া রয়েছে? তাহলে আপনার পাখির চোখ হোক আনোয়ার ইব্রাহিমের দেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী রাজ্য পেনাং। মালয়েশিয়ার অন্যতম অর্থনীতিক প্রদেশ এবং পর্যটক আকর্ষণ কেন্দ্র পেনাং। সমুদ্র সৈকত থেকে স্থাপত্য, মন্দির থেকে দুর্গ, বোটানিক্যাল গার্ডেন থেকে বিনোদন পার্ক, জাদুঘর এবং আর্ট গ্যালারির সমারোহে ঐতিহাসিক ও সংস্কৃতি সমৃদ্ধ এই শহর ঠিক যেন হাতে আঁকা ছবির মতোই সুন্দর। দেখলে মনে হবে প্রকৃতি ঢেলে সাজিয়েছে কচ্ছপ আকৃতির এই দ্বীপকে। এখানকার রাস্তায় হাঁটলে মনে হবে যেন এখানে থেকে গেলেই হয়!
photos
TRENDING NOW
3/7
'পেনাং রোড-শো টু ইন্ডিয়া ২০২৫'
দ্য় পেনাং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন ব্যুরো ওরফে পিসিইবি, ১৩ জানুয়ারি থেকে 'পেনাং রোড-শো টু ইন্ডিয়া ২০২৫' শুরু করেছে, যা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এবার এই রোড-শো অষ্টম বছরে পা দিয়েছে। করোনা অতিমারিতেও কিন্তু বন্ধ হয়নি এই রোড-শো, টানা দু'বছর তখন ভার্চুয়ালি হয়েছিল। মুম্বই (১৩ জানুয়ারি), নয়াদিল্লি (১৫ জানুয়ারি) ঘুরে ১৭ জানুয়ারি অর্থাত্ আজ কলকাতায় পা রেখেছে এই রোড শো। এরপর ২০ জানুয়ারি চেন্নাইয়ে শেষ হবে 'পেনাং রোড-শো টু ইন্ডিয়া ২০২৫'।
4/7
পিসিইবি-র সাংবাদিক বৈঠক
শুক্রবার দুপুরে ডালহৌসির এক পাঁচতারা হোটেলে পিসিইবি সাংবাদিক বৈঠক করল। সেখানে একাধিক বিষয় আলোকপাত করলেন পিসিইবি-র সিইও অশ্বিন গুণাসেকেরন ও পেনাংয়ের পর্যটন ও সৃজনশীল অর্থনীতির রাজ্য নির্বাহী কাউন্সিলর ওং হোন ওয়াই। ছিলেন পিসিইবি-র ডিরেক্টর ডটিন ভারতীয় সুপিয়া। অশ্বিন গুণাসেকেরন বলছেন, 'ভারত-মালেয়শিয়ার সম্পর্ক বরাবরই ভালো। আর অসাধারণ এই পেনাংয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।মালয়েশিয়া আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নাগরিকদের জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ভিসা ছাড়স দিয়েছে। আপনি ভিসা ছাড়াই পেনাং ঘুরে আসতে পারেন।'
5/7
এখন পেনাং আরও কাছে
পেনাং ভ্রমণ এখন আরও সহজ কলকাতা থেকে পেনাংয়ের সরাসরি বিমান রয়েছে। মোট সাড়ে ছ'ঘণ্টার পথ। তবে সেই বিমানই ঘুর পথে যেতে গিয়ে সাড়ে দশ ঘণ্টা বা কখনও এগারো-বারো ঘণ্টাও লেগে যায়। তবে পিসিইবি ইন্ডিগোর সঙ্গে জুটি বেঁধেছে। যার ফলে চেন্নাই থেকে প্রতিদিন পেনাং পৌঁছে যাওয়া যাচ্ছে মাত্র সাড়ে তিন ঘণ্টায় নন-স্টপ ফ্লাইটে। আর কলকাতা থেকে চেন্নাই বিমানপথে লাগে আড়াই ঘণ্টা। পিসিইবি চেন্নাইকে গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা এবং মুম্বাইয়ের মতো প্রধান শহরগুলি-সহ ভারতের মোট ৩২টি শহরের যাত্রীরা নির্বিঘ্নে পেনাং সফরের সুযোগ পাবেন। এছাড়াও এই বিমানগুলিতে ৩০ কেজি ব্যাগেজ নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। ফলে ব্যাগ ভরে কেনাকাটা করা নিয়েও কোনও দুশ্চিন্তা থাকছে না।
6/7
সোলো ট্র্যাভেলারদের কাছে পেনাং কেমন হবে!
ওং হোন ওয়াইয়ের কাছে প্রশ্ন ছিল যে, যাঁরা একা ঘুরে বেড়ান অর্থাত্ সোলো ট্র্যাভেলার, তাঁদের কাছে পেনাং কতটা আকর্ষণীয় ও নিরাপদ হতে পারে? ওং হোন ওয়াই বলেন, 'সোলো ট্রাভেলারদের কাছে পেনাং স্বর্গ হতে পারে'! গুগল সার্চ করলে জানা যাচ্ছে যে, সোলো ট্রাভেলারদের কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে পেনাং দ্বিতীয় সেরা স্থানে। ওং হোন ওয়াইও বললেন যে, পেনাং মানেই সমৃদ্ধ ঐতিহ্য, দুর্দান্ত খাবার, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রকৃতির মেলবন্ধন। মালয়েশিয়ার খাবারের রাজধানী হিসেবে দেখা হয় পেনাংকে। হোন ওয়াই আরও বললেন, 'ইউরোপিয়ান ও ব্রিটিশ ট্র্যাডিশনাল খাবারের পাশাপাশি, ভারতীয় এবং চিনা খাবার পাবেন। আমাদের এখানেও ভারতের মতোই রান্নায় বেশ মশলা দেওয়া হয়।' মালয়েশিয়ার সেরা ফল ডিউরিয়ান খাওয়ার কথাও তিনি জোর দিয়েই বলেছেন।
7/7
পেনাংয়ের মেডিক্যাল ট্যুরিজম
মেডিক্যাল ট্যুরিজমের কথা ভাবলেও পেনাংকেই বেছে নিতে বলছে পিসিইবি। সংস্থার মতে মালয়েশিয়ার সেরা মেডিক্যাল ট্যুরিজম ডেস্টিনেশন পেনাং। সেরার সেরা ডাক্তাররাই রয়েছেন এখানে। পেনাংয়ে প্রতি বছর বিদেশ থেকে আসা ভ্রমণপিপাসুদের তালিকায় একে আছে সিঙ্গাপুর, দুয়ে ইন্দোনেশিয়া ও তিনে চিন। পিসিইবি-র বিশ্বাস ভারত দ্রুত চলে আসবে সেরা দশে।
photos