1/5
যখন কেউ ভারতে একটি স্পোর্টস বাইকের কথা ভাবেন, প্রথম যে নামটি মনে পড়ে সম্ভবত তা পালসার৷ এনএস২০০ হোক বা এনএস১৬০, পালসার এনএস সিরিজ এক দশকেরও বেশি সময় ধরে ভারতে স্পোর্টস বাইকের সংজ্ঞা হয়ে উঠেছে। নতুন বাজাজ পালসার এনএস১২৫ হল পালসার এনএস পরিবারের সবচেয়ে হালকা মোটর বাইক এবং এটি স্পোর্টি লুক, পারফরমেন্স এবং অ্যাক্সেসযোগ্য শক্তির একটি নিখুঁত সমন্বয়।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
বাজাজ পালসার এনএস১২৫-এ রয়েছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল, যার মোট ওজন মাত্র ১৪০ কিলোগ্রাম। বাইকটিতে রয়েছে ২৪০ মিমি ফ্রন্ট পেটাল ডিস্ক ব্রেক এবং ১৩০ মিমি পিছনের ড্রাম ব্রেক। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি-স্কিড ব্রেকিং সিস্টেমের সঙ্গে অতিরিক্ত ব্রেকিং পাওয়ারও। টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল শক অ্যাবজরবার ব্যবহার করে এটির নাইট্রোক্স সাসপেনশন সব গতিতেই মসৃণ রাইড দিতে সক্ষম। এই সমস্ত বৈশিষ্ট্য একটি বাইকে একত্রিত হলে তা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তো বটেই!
photos