Ahiritola Incident: ট্রলি ব্যাগে মহিলার দুমড়ে মুচড়ে রাখা দেহ! আহিরীটোলা ঘাটে ফেলতে এসে আটক ২ মহিলা...

Bag Bound Body: আহিরীটোলায় ব্যাগবন্দি দেহ-রহস্যে পরতে পরতে রহস্য। ২ মহিলা মা-মেয়ে, বারাসতের বাসিন্দা। আটক মহিলাদের দাবি দেহ এক আত্মীয়ের।

Feb 25, 2025, 13:35 PM IST
1/6

অয়ন ঘোষাল: খাস কলকাতায় দেহ লোপাটের সময় আটক দুই। আহিরীটোলা ঘাটে মহিলার দেহ ফেলার সময় আটক। ট্রলি ব্যাগে দেহ নিয়ে এসে ফেলার সময় আটক। মৃতদেহ-সহ হাতেনাতে আটক দুই মহিলা। 

2/6

সাতসকালে ব্যাপক চাঞ্চল্য উত্তর কলকাতায়। জানা গিয়েছে, ওই দুই মহিলা ট্যাক্সি করে ট্রলিটি নিয়ে আসে। দেহ উদ্ধারের পর আহিরীটোলা ঘাটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস ভ্যান ঘিরে উত্তেজনা।

3/6

স্থানীয় এলাকাবাসীর দাবি, দুই মহিলা সম্পর্কে মা-মেয়ে। খুব সম্ভবত তারা বারাসাতের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আটক ২ মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ। 

4/6

মধ্যমগ্রামে এক ভাড়া বাড়িতে থাকতেন নিহত মহিলা। সেখানেই তাকে খুন করা হয় বলে অনুমান। মধ্যমগ্রাম থেকে ট্যাক্সি করে তার দেহ আনা হয়।

5/6

পুলিসি জেরায় ধৃতরা দাবি করে যে, দেহ তাদের এক আত্মীয়ের। মৃত মহিলা ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। গায়ে আগুন দিয়ে তিনি আত্মঘাতী বলে আটক মহিলাদের দাবি। মৃত মহিলার নাম সুমিতা ঘোষ। তিনি মধ্যমগ্রামের বাসিন্দা।

6/6

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই মহিলা দীর্ঘক্ষণ ক্যাবে দেহ নিয়ে শহরের একাধিক ঘাটে ঘোরে। শেষ পর্যন্ত তারা আহিরীটোলা ঘাট বেছে নেয়। এই ঘাট দুটি থানার বর্ডার এলাকা। শ্যামপুকুর এবং নর্থ পোর্ট থানা। ক্যাবে দেহ আনার পর ধরা পড়ে যাওয়ায় মা-মেয়ে লাগাতার বলতে থাকে ভিতরে কুকুরের দেহ আছে।