Arijit Singh-Ed Sheeran: রাইডার অরিজিত্‍, ব্যাকসিটে এড শিরন! জিয়াগঞ্জের রাস্তায় ছুটছে স্কুটি, এদিকে ঘোরই কাটছে না মাঝির...

Viral Video: শিরানকে নিয়ে গঙ্গায় নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট ধরে নৌকায় ছিলেন তাঁরা। তারপর স্কুটিতে চাপিয়ে নিজের শহর ঘুরিয়ে দেখান অরিজিত্‍। এদিকে ঘোরই কাটছে না সেই নৌকার মাঝির...

Feb 11, 2025, 14:21 PM IST
1/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

সোমা মাইতি: মঙ্গলবার বিকেল বেলায় জিয়াগঞ্জের শিবতলা ঘাটে নৌকা ভিড়িয়েছিলেন, হঠাতই এসে পৌঁছলেন অরিজিৎ সিং-সহ বেশ কয়েকজন বিদেশি। নৌকা রয়না দিল উত্তরে আগিমগঞ্জ বরানগরের চার বাংলা মন্দিরের দিকে। 

2/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

সঞ্জয় হালদারের ঘোর যেন কাটছেই না। বারবার চোখের সামনে আসছে এই দৃশ্য। ছবি তোলা চলছিল, মাঝে মাঝেই স্টপ বলতেই ভুটভুটি নৌকা ধীরে চলতে শুরু করে। তারপর আবার আসতে আসতে উজানে ফিরে আসা সেই শিবতলা ঘাটে। 

3/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

প্রায় দেড় ঘণ্টার সঞ্জয়ের নৌকায় আরহি হয়েছিলেন অরিজিৎ সিং-এর সঙ্গে বিখ্যাত পপ সিঙ্গার এড শিরান। আর তারপর থেকেই কার্যত জিয়াগঞ্জে তারকা হয়ে গেছেন নৌকা চালক সঞ্জয়।

4/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

জিয়াগঞ্জে ভাগীরথী নদীর উপর শ্যুটিংও করেছেন এড শিরান ও অরিজিত্‍ সিং। সূত্রের খবর, নতুন কোনও মিউজিক ভিডিয়ো বানাচ্ছেন দুই তারকা। তারই শ্যুটিং হল জিয়াগঞ্জে। 

5/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

এদিন রাতে দেখা গেল স্কুটির পিছনে চেপে ঘুরে বেড়াতে। শহর জুড়েই দাপিয়ে বেড়ালেন দুই বিখ্যাত গায়ক। জিয়াগঞ্জ থেকেই সোমবার রাতে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন এড শিরান। সেখানেই তাঁর পরবর্তী কনসার্ট রয়েছে। 

6/6

এড শিরান ও অরিজিত্‍ সিং

Arijit Singh and Ed Sheeran

সোমবার সকালে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছাই। কোনও বিলম্ব না করে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রওনা দিয়েছিলেন এড শিরন। তাঁর এই আকস্মিক সফরে বেশ উচ্ছ্বসিত হন অরিজিৎ সিং।