World's Longest Traffic Jam in Maha Kumbh: বিশ্বের দীর্ঘতম যানজট? ৩০০ কিমি লম্বা জ্যামে টানা দু'দিন আটকে হাজার-হাজার গাড়ি, লক্ষ-লক্ষ মানুষ...

World's Longest Traffic Jam in Maha Kumbh: মানুষ একেবারে পাগলের মতো কুম্ভমেলার দিকে ছুটছেন। কিন্তু এদিকে ঘটে গেল এক ভয়ংকর কাণ্ড। রাস্তায়-রাস্তায় সে এক আশ্চর্য দৃশ্য। গাড়ির পর গাড়ি, মানুষের পর মানুষ। আর তারপর...

| Feb 11, 2025, 14:00 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি-এনসিআরে কারও অফিস হলে তাঁকে প্রতিদিনই অতিরিক্ত আধঘণ্টা হাতে নিয়ে বেরোতে হয়। কেননা, সেখানে রোজই জ্য়াম। কলকাতা-বেঙ্গালুরুর মতো শহরেও ছবিটা কিছু আলাদা নয়। হিসেব করে নাকি দেখা গিয়েছে, এই সব শহরের মানুষ তাঁদের মোট জীবনকালের অর্ধেকই জ্যামে অতিবাহিত করে! কিন্তু তাই বলে ১২ দিন ধরে জ্যাম?

1/6

১২ দিন ধরে জ্যাম

হ্যাঁ, এটিই ছিল পৃথিবীর দীর্ঘতম জ্যাম। ২০১০ সালে চিনের বেইজিংয়ে চিনের ন্যাশনাল হাইওয়েতে এই জ্যাম হয়েছিল। টানা ১০০ কিমি জ্যাম। সেই জ্যামের মধ্যেই মানুষ খেয়েছে-শুয়েছে-ঘুমিয়েছে পর্যন্ত।

2/6

৩০০ কিমি লম্বা

কিন্তু এই রেকর্ডও ভেঙে গেল। ভেঙে দিল মহাকুম্ভ। মাত্র একদিন আগে প্রয়াগরাজের প্রায় ৩০০ কিলোমিটার আগে থেকে শুরু হয়ে গিয়েছে লম্বা জ্যাম।

3/6

মহাকুম্ভে ট্র্যাফিক জ্যাম

উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাইরে মহাকুম্ভে যাওয়ার ট্র্যাফিক জ্যাম প্রায় ২০০-৩০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত।

4/6

অচল মধ্যপ্রদেশ!

মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া কয়েকশো গাড়ি থমকেছিল তীব্র যানজটে। রবিবার মধ্যপ্রদেশ পুলিসকে বেশ কয়েকটি জেলায় যান চলাচল বন্ধ রাখতে বাধ্য করেছিল সুবিশাল এই জ্যাম।

5/6

হাজার হাজার গাড়ি ও ট্রাকের লাইন

পুলিসের তরফে জানা যায়, প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব, কারণ ২০০-৩০০ কিলোমিটার দীর্ঘ যানজট সেখানে। টানা দু'দিন মানুষ অপেক্ষায়। ভাইরাল বেশ কিছু ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের কাটনি, মাইহার এবং রেওয়া জেলা জুড়ে রাস্তায় হাজার হাজার গাড়ি ও ট্রাকের সুদীর্ঘ লাইন! 

6/6

বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম?

নেটিজেনরা এই ভয়াবহ জ্যাম-জট দেখে বলেছেন, এটিই এযাবৎ কালের সবচেয়ে দীর্ঘ যানজট। তাঁরা এটিকে অভিহিত করছেন 'বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম' বলে! সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, গুগলে চেক করুন। যদি রাস্তা পরিষ্কার থাকে, তবেই এগিয়ে যান। যদি পথে অসুবিধা হয়, তাহলে একটি উপযুক্ত জায়গায় থামুন এবং অপেক্ষা করুন।