EXPLAINED | KKR Star Quits: ৩১ সেঞ্চুরির সঙ্গে ১২০০০ রান, তবুও ব্রাত্য জাতীয় দলে! কেকেআর স্টারের চরম সিদ্ধান্ত

Sheldon Jackson Retires: পেশাদার ক্রিকেটকে আলবিদা বললেন শেলডন ফিলিপ জ্যাকসন।

Feb 12, 2025, 13:44 PM IST
1/6

অস্তাচলে শেলডন জ্যাকসন

Sheldon Jackson Retires

১৫ বছরের দীর্ঘ পেশাদার ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন শেলডন ফিলিপ জ্যাকস। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে গুজরাতের কাছে হেরে যাওয়ার পরেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৩৮ বছরের ক্রিকেটার।   

2/6

শেলডন জ্যাকসন অবসর প্রসঙ্গে

Sheldon Jackson On Retirement

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে জ্যাকসন বলেন, 'রঞ্জিতে এবার নামার আগে থেকেই মাথায় অবসরের ভাবনা ছিল। ম্যাচ ধরে ধরে খেলেছি। তবে পঞ্জাব ম্যাচের আগে সতীর্থদের বলেছিলাম এবার আমি অবসর নেব। আমার সতীর্থরা মাঠে আমার জন্য মাথা নত করল, আমি সত্যিই কৃতজ্ঞ।'  

3/6

শেলডন জ্যাকসন অবসর প্রসঙ্গে

 Sheldon Jackson On  Retirement

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে জ্যাকসন বলেন, 'রঞ্জিতে এবার নামার আগে থেকেই মাথায় অবসরের ভাবনা ছিল। ম্যাচ ধরে ধরে খেলেছি। তবে পঞ্জাব ম্যাচের আগে সতীর্থদের বলেছিলাম এবার আমি অবসর নেব। আমার সতীর্থরা মাঠে আমার জন্য মাথা নত করল, আমি সত্যিই কৃতজ্ঞ।'  

4/6

শেলডন জ্যাকসনের কেরিয়ার পরিসংখ্যান

Sheldon Jackson Career Stats

শেলডন প্রথম শ্রেণির ১০৬ ম্যাচে ৭২৮৩ রান (২১ সেঞ্চুরি, ৩৯ অর্ধ-শতরান) করেছেন। ৮৬টি লিস্ট ম্যাচে রয়েছে ২৭৯২ রান (৯ সেঞ্চুরি, ১৪ অর্ধ-শতরান)। টি-২০ ক্রিকেটের ঝুলিতে কুড়িয়েছেন ১৮১২ রান (১টি সেঞ্চুরি)। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে শেলডনের ঝুলিতে কুড়িয়েছেন প্রায় ১২ হাজার রান। এসেছে ৩১ সেঞ্চুরি।   

5/6

বহুমাত্রিক জ্যাকসন

Jackson Was A Multidimensional Cricketer

জ্যাকসন ছিলেন একজন বহুমাত্রিক ক্রিকেটার। নির্ভরযোগ্য ব্যাটারের পাশাপাশি চমৎকার ফিল্ডিং করতেন। এমনকী সীমিত ওভারের ক্রিকেটে তিনি সৌরাষ্ট্রের হয়ে উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব সামলেছেন। তবে লাল বলের ক্রিকেটে সাগর জোগিয়ানি থাকায় আর উইকেটের পিছনে দাঁড়াতে হয়নি তাঁকে।    

6/6

শেলডন জ্যাকসন কেকেআর

Sheldon Jackson KKR

৬ ফুটের জ্যাকসনকে চিনে নিয়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর জহুরির চোখ জ্যাকসনকে চিনে নিয়েছিল কেকেআরের ট্রায়ালে। কেকেআর ছাড়াও ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। দুরন্ত ঘরোয়া ক্রিকেটের রেকর্ড জ্যাকসনের। তবে কখনও জাতীয় দলে সুযোগ পাননি তিনি।