Madhyamik 2025: বোনের হয়ে পরীক্ষা দিতে কলেজ পড়ুয়া দিদি! মাধ্যমিকের প্রথম দিনেই 'কেলেঙ্কারির' চূড়ান্ত...

Fake Madhyamik Candidate: এবার মাধ্যমিকে কড়া বিধিনিষেধ আরোপ করেছে বোর্ড। তারপরেও এই কাণ্ড!  

Feb 10, 2025, 17:39 PM IST
1/5

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষায় দিদি!

Fake Madhyamik Candidate

বিধান সরকার: বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল দিদি! যে নিজে একজন কলেজ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীচতলায়। চণ্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।

2/5

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষায় দিদি!

Fake Madhyamik Candidate

জানা গেছে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভূয়ো। তারপরই তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিস।

3/5

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষায় দিদি!

Fake Madhyamik Candidate

মাধ্যমিক পরীক্ষার ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চন্ডীতলা থানায় এসে বলেন,গরলগাছা গার্লস হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল কুমিরমোরার আরকেএন হাইস্কুলের ছাত্রীদের। সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে। 

4/5

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষায় দিদি!

Fake Madhyamik Candidate

ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন, ছবির সঙ্গে মুখের মিল নেই। তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর পুলিস, শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 

5/5

বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষায় দিদি!

Fake Madhyamik Candidate

তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গিয়েছে। যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে। এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিস সূত্রে খবর, শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পর-ই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।