Mishra Vs Mishra: একজন পেলেন পুরস্কার, আরেকজন শুভেচ্ছা! পদ্মশ্রী আসলে কার? মামলা হাইকোর্টে...
ORISSA HC PADMA AWARD: জানান সাংবাদিক তার নাম ভাঙিয়ে পুরস্কার নিয়েছেন। পেটিশানে ডাক্তার সাহাবে জানিয়েছেন তিনি ওড়িয়া ভাষায় মোট ২৯ টি বই লিখেছেন। এমনই হিন্দি এবং অন্যান্য ভাষাতেও বহু এমন সিনেমা রয়েছে।
![Mishra Vs Mishra: একজন পেলেন পুরস্কার, আরেকজন শুভেচ্ছা! পদ্মশ্রী আসলে কার? মামলা হাইকোর্টে... Mishra Vs Mishra: একজন পেলেন পুরস্কার, আরেকজন শুভেচ্ছা! পদ্মশ্রী আসলে কার? মামলা হাইকোর্টে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/520983-padma.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই নামে দু'জন। বলা চলে এমন ঘটনা খুব স্বাভাবিক। বাংলায় একটি অঞ্জন দত্তের সিনেমাও রয়েছে 'দত্ত বনাম দত্ত'। এমনই হিন্দি এবং অন্যান্য ভাষাতেও বহু এমন সিনেমা রয়েছে। একই নামের উপর বহু ঘটনা এমন কি মজার মজার ঘটনা ঘটতেই থাকে। কিন্তু যদি আপনার নামের বড়সড় পুরষ্কার অন্য কেউ কিন্তু একই নামের সে নিয়ে নেই তাহলে কী হবে? অদ্ভুত বিষয় না?
আরও পড়ুন: উলঙ্গ করে নাচ, যৌনাঙ্গে ঝোলানো ডাম্বেল! নির্মম র্যাগিংয়ের ছবি সরকারি কলেজে...
ঘটনা হয়েছে একজনের পুরস্কার চলে গিয়েছে অন্যজনের কাছে। একই নামের দুজন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালের এই ঘটনাটি। ওড়িশা হাইকোর্ট দুজনকেই একই সঙ্গে আসতে বলেছে। ফেব্রুয়ারি ২৪-এ পরবর্তী শুনানি হবে।
ঘটনার সূত্রপাত, ২০২৩ সালের পদ্মশ্রীর তালিকায়, ওড়িশার 'শ্রী অন্তর্যামী মিশ্র' তাঁকে ৫৬তম ভাষার সাহিত্যিক হিসেবে নাম নথিভুক্ত করা হয়। এবং আরেক 'শ্রী অন্তর্যামী মিশ্র' যিনি পেশায় সাংবাদিক তিনি দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। ভাবতে পারছেন তাহলে কী হল বিষয়টা?
পরবর্তীতে সাহিত্যিক ও পেশায় ডাক্তার তিনি কোর্টের দ্বারস্থ হন। এবং জানান সাংবাদিক তার নাম ভাঙিয়ে পুরস্কার নিয়েছেন। পেটিশানে ডাক্তার সাহাবে জানিয়েছেন তিনি ওড়িয়া ভাষায় মোট ২৯ টি বই লিখেছেন। যা তাঁকে এই পুরস্কারের লিস্টে নিয়ে আসে। পাশাপাশি তিনি আরও বলেও সাংবাদিক কোনরকমের বই লেখেননি।
বুধবার শুনানি চলাকালীন বিচারক এসকে পানিগ্রাহীর সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানান, রাজ্য সরকারের যাচাই প্রক্রিয়া সত্ত্বেও, অভিন্ন নামের কারণে একটি বিভ্রান্তি দেখা দিয়েছে, যা পুরস্কার নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর উদ্বেগের।
আরও পড়ুন: সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ বিতর্ক নয়া মোড়! মহিলাকর্মীদের সবেতন ওয়র্ক ফ্রম হোম চালুর পথে রাজ্য
আদালত উভয় দাবিদারকেই তাঁদের দাবির প্রমাণের জন্য সমস্ত প্রাসঙ্গিক প্রকাশনা এবং নথি-সহ শারীরিকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ভারত সরকার-সহ সব পার্টিকেই নোটিশ জারি করা হয়েছে ৷ এখানেই উঠছে প্রশ্ন কীভাবে ভারতের সবথেকে সম্মানীয় পুরস্কারে নাম বিভ্রাট হল।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)