প্রহরী বিহীন লেভেল ক্রসিং-এ দুর্ঘটনায় ট্রেন, অসমে নিহত ৩
শুক্রবার সকালে অসমের কামরূপ জেলায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহতের ৬০-এরও বেশি। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে অসমের কামরূপ জেলায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহতের ৬০-এরও বেশি। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, সকাল সাড়ে ন'টা নাগাদ আজারা ও মিরজা স্টেশনের মাঝে একটি প্রহরী বিহীন লেভেল ক্রাসিং পেরনোর সময় লাইনের উপর রাখা বুলডোজারের সঙ্গে ধাক্কা লেগে বঙ্গাইগাঁও-গুয়াহাটি চিলারি প্যাসেঞ্জারের ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বুলডোজারের চালক ও খালাসি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন, রেলের চালক ও সহকারী চালক। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে রওনা হয় রেলের উদ্ধারকারী দল। তার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে আহতদের কাছের মিরজা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। বঙ্গাইগাঁও-গুয়াহাটি চিলারি প্যাসেঞ্জারের লাইনচ্যুত হওয়া বগিগুলির ভিতরে বহু যাত্রী আটকে পড়েন। বগি কেটে তাঁদের উদ্ধার করার জন্য গ্যাস কাটার পাঠানো হয়। গুরুতর আহত পাঠানো হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। রেলের তরফে দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। যে সমস্ত যাত্রী ট্রেনের কামরার ভিতরে আটকে ছিলেন, তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে বলেও রেলের জনসংযোগ আধিকারিক অনিল সাক্সেনা দাবি করেছেন।