Jahangirpuri Violence: জাহাঙ্গীরপুরীতে TMC-র প্রতিনিধিদল, শুক্রবার যাচ্ছেন মহিলা সাংসদরা
এখনও পর্যন্ত গ্রেফতার ২৩।
![Jahangirpuri Violence: জাহাঙ্গীরপুরীতে TMC-র প্রতিনিধিদল, শুক্রবার যাচ্ছেন মহিলা সাংসদরা Jahangirpuri Violence: জাহাঙ্গীরপুরীতে TMC-র প্রতিনিধিদল, শুক্রবার যাচ্ছেন মহিলা সাংসদরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/20/373050-mupai.jpg)
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূলের প্রতিনিধিদল। রাজধানীর বাঙালি অধ্যুষিত এই এলাকায় দলের মহিলা সাংসদের পাঠানো সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘটনাস্থলে যাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার ও শতাব্দী রায়। প্রতিনিধি দলে থাকছেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষও।
ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রা বেরিয়েছিল দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায়। অভিযোগ, হঠাৎ-ই শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। গুলি চালানোরও চেষ্টা হয়! এরপর দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজ পুলিসকর্মী। এলাকায় নামানো হয় ব়্যাফ।
আরও পড়ুন: Bulldozers Row: 'BJP দফতর ও অমিত শাহের বাড়িতে বুলডোজার চালাতে হবে', APP-এর নিশানায় গেরুয়া শিবির
কীভাবে অশান্তি ছড়াল? এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন আবার বাঙালি। মূল অভিযুক্ত মহম্মদ আনসারের বাড়ি হলদিয়ায়। ইতিমধ্য়েই রাজ্যে চলে এসেছে দিল্লির পুলিসের একটি দল। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, সুতাহাটা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Ludhiana: মর্মান্তিক! আগুনে জীবন্ত ভস্মীভূম একই পরিবারের ৭ জন