শরিকি দ্বন্দ্বই কাঁটা
রাজ্যসভায় লোকপাল বিল পাস না হওয়ায় প্রকাশ্যে চলে এল শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বিরোধ।
রাজ্যসভায় লোকপাল বিল পাস না হওয়ায় প্রকাশ্যে চলে এল শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের বিরোধ।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম স্বীকার করে নিলেন, বিল নিয়ে শরিকদলগুলির সঙ্গে মতভেদ ছিল কংগ্রেসের। তাঁর বক্তব্য, এর পর আলোচনা করেই সংসদে ওই বিল পেশ করা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী পবন বনসলও বলেছেন, শরিক দলগুলিকে বোঝানো হবে।
কিন্তু প্রশ্ন উঠছে, যদি বিরোধ থেকেই থাকে, তা হলে সংসদে বিলটি পেশ করার আগেই শরিক দলের সঙ্গে কেন আলোচনায় গেল না কংগ্রেস। যদিও কংগ্রেসের দাবি, আগে আলোচনার সময় তৃণমূল আপত্তি জানায়নি। বিলটি রাজ্যসভায় যাওয়ার পরে তারা বেঁকে বসে। এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, শরিকি সমন্বয়ের অভাবে যদি এবার রাজ্যসভায় কংগ্রেসকে ধাক্কা খেতে হয় তাহলে পরে কী ভাবে তৃণমূলকে রাজি করাবে কংগ্রেস।
তাহলে কি তৃণমূলের আপত্তি মেনে নিতে চলেছে কেন্দ্রের শাসক দল? শরিকি সমন্বয়ের অভাবের কারণেই কী শেষপর্যন্ত সমঝোতার রাস্তায় হাঁটবেন প্রণব মুখোপাধ্যায়, চিদম্বরমরা।