লাদাখে সীমান্তে চিন-ভারতীয় সেনার সংঘর্ষ, শহিদ ৩ জওয়ান
লাদাখের গালোয়ান উপত্যকা থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ করে অপরপ্রান্তে চিনের সেনা।
নিজস্ব প্রতিবেদন : য়ুদ্ধবিরতি লঙ্ঘন করল চিন। সোমবার রাত্রে লাদাখে চিন-ভারত সীমান্তে দুই পক্ষের সেনার সংঘর্ষের সময়ে প্রাণ হারালেন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জওয়ান।
মঙ্গলবার ভারতীয় সেনা জানায়, পারস্পরিক শান্তিুর চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ হানে অপরপ্রান্তে চিনের সেনা। আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জওয়ান। অন্য দিকে চিনকেও প্রত্যুত্তর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আপাতত উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনা আধিকারিকরা দেখা করার পর আলোচনা করবেন বলে জানানো হয়েছে। তবে এর আগেও বেজিং গত সপ্তাহে তাদের সেনা পিছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, সেই প্রতিশ্রুতি যে ভঙ্গ করা হয়েছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন : দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বর্ষা, ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস