ধর্ষকদের কোনও করুণা নয়: সুপ্রিম কোর্ট
নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীরা পশু। তাদের প্রতি কোনও করুণা নয়। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি HL দাত্তু ও অমিতাভ রায়ের বেঞ্চের। ২০১০ সালে হিমাচল প্রদেশে দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে কুলদীপ কুমার নামে এক ব্যক্তি। সেই মামলায় কুলদীপের দশ বছরের জেল হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কুলদীপ। শুনানি চলাকালীন বিচারপতি দাত্তু ও রায় বলেন, নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীদের কোনও রকম ক্ষমার যোগ্য নয়।
![ধর্ষকদের কোনও করুণা নয়: সুপ্রিম কোর্ট ধর্ষকদের কোনও করুণা নয়: সুপ্রিম কোর্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/27/44094-4supreme-court.jpg)
ওয়েব ডেস্ক: নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীরা পশু। তাদের প্রতি কোনও করুণা নয়। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি HL দাত্তু ও অমিতাভ রায়ের বেঞ্চের। ২০১০ সালে হিমাচল প্রদেশে দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে কুলদীপ কুমার নামে এক ব্যক্তি। সেই মামলায় কুলদীপের দশ বছরের জেল হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কুলদীপ। শুনানি চলাকালীন বিচারপতি দাত্তু ও রায় বলেন, নাবালিকাদের ওপর যৌন নির্যাতনকারীদের কোনও রকম ক্ষমার যোগ্য নয়।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই বক্তব্যে সাধারণ মানুষ দেশের আইন-কানুনের ওপর আরও বেশি করে আস্থা রাখবেন, এমনটাই মনে করছে আইনজীবী মহল।