বিজেপি সরকারের চাপ নিতে না পেরেই ‘আত্মঘাতী’ ভাইয়ুজি মহারাজ?

মধ্যপ্রদেশে স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের মৃত্যু নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, মধ্যপ্রদেশের বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের চাপেই আত্মহত্যা করেছেন মহারাজ।

Updated By: Jun 12, 2018, 06:26 PM IST
বিজেপি সরকারের চাপ নিতে না পেরেই ‘আত্মঘাতী’ ভাইয়ুজি মহারাজ?

নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের মৃত্যু নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, মধ্যপ্রদেশের বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের চাপেই আত্মহত্যা করেছেন মহারাজ।

আরও পড়ুন-সংকটজনক’ অটলবিহারী এখন ‘স্থীতিশীল’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ইন্দোরে নিজের ঘর থেকে উদ্ধার করা হয় ভাইয়ুজি মহারাজের মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ভাইয়ুজি। চাপ সহ্য করতে না পারার কথা সুইসাইড নোটেও লিখেছেন তিনি। তবে কী সেই চাপ তা স্পষ্ট করেননি। এখানেই রহস্য।

কংগ্রেসের দাবি চাপ নিয়ে রাজ্যের মন্ত্রী করা হয়েছিল ভাইয়ুজিকে। এতে প্রথমে রাজি হননি তিনি। নানা রকম চাপ দিয়ে ভাইয়ুজিকে দিয়ে অনেক কাজই করানো হতো। এমনটাই দাবি করেছেন রাজ্য কংগ্রেস নেতা মানাক আগরওয়াল।

আরও পড়ুন-আমূল পরিবর্তন দেখবে বিশ্ব, 'ঐতিহাসিক চুক্তি' স্বাক্ষর করে বললেন কিম

রাজনৈতিক ও সিনেমা জগতে বেশ প্রভাব ছিল ভাইয়ুজির। একসময় তিনি লোকপাল বিল তৈরি করার জন্য তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ ও সন্দীপ দীক্ষিতকে রাজী করিয়েছিলেন। লোকপাল বিল নিয়ে অন্না হাজারে ‌যখন অনশন করছিলেন তখন তিনি কেন্দ্রের সঙ্গে কোনওরকম আলোচনা করতে নারাজ ছিলেন। সে সময় বিলাস রাও দেশমুখ  অন্নার কাছে ভাইয়ুজিকে পাঠান।

.