পুরুষদের চেয়েও মহিলারা বেশি শৃঙ্খলাপরায়ণ: 'সীমা ভবানী' স্কোয়াডের প্রশিক্ষক

  মেয়েরা মানসিক ও শারিরীকভাবে পুরুষদের থেকে শক্তিশালী, বললেন 'সীমা ভবানী' স্কোয়াডের প্রশিক্ষক।

Updated By: Jan 28, 2018, 04:58 PM IST
পুরুষদের চেয়েও মহিলারা বেশি শৃঙ্খলাপরায়ণ: 'সীমা ভবানী' স্কোয়াডের প্রশিক্ষক

নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে রাজপথে বাইক স্টান্টে চমকে দিয়েছে ভারতের প্রমীলাবাহিনী। গোটা দেশে এখন চর্চার বিষয় 'সীমা ভবানী' স্কোয়াড। বিএসএফের তরুণীদের প্রশিক্ষণ দিয়েছিলেন রমেশ চন্দ্র। তাঁর কথায়, ''পুরুষদের চেয়েও শৃঙ্খলাপরায়ণ মেয়েরা।'' 

গ্বয়ালিয়রে সেনার মোটর ট্রেনিং স্কুলের কম্যান্ডার রমেশ চন্দ্র। প্রায় দেড় বছর আগে তাঁর কাছে প্রশিক্ষণ শুরু করেন 'সীমা ভবানী' স্কোয়াডের মেয়েরা। অনেকেই বাইক চালানো জানতেন না। আর সেটা জানতে পেরে ধাক্কা খেয়েছিলেন হয়েছিলেন রমেশ চন্দ্র। তাঁর কথায়, 'প্রশিক্ষণ শুরু হওয়ার পর একমাসের মধ্যে ১৫ জন দক্ষ চালক পেয়ে গিয়েছিলাম। ছেলেদের থেকেও মেয়েরা বেশি শৃঙ্খলাপরায়ণ। এবং নির্দেশ পালন করে।''       

আরও পড়ুন- ভারতের সামরিক বল ও সংস্কৃতির মিশেল রাজপথে

বিএসএফ অফিসার বলেন, ''১৫ মাসের প্রশিক্ষণপর্বে বুঝতে পেরেছি, মেয়েরা মানসিক ও শারিরীকভাবে পুরুষদের থেকে শক্তিশালী। কঠিন প্রশিক্ষণের মাঝে কেউ পালিয়ে যায়নি।'' 

আরও পড়ুন- বাইক স্টান্টে রাজপথে নারীশক্তির জয়গান

প্রমীলাদের দিয়ে বাইক স্টান্ট করানোর ভাবনা এসেছিল বিএসএফের ডিজি কেকে শর্মার মাথায়। ২০১৬ সালের অক্টোবর থেকেই লেগে পড়ে বিএসএফ। দেড় বছরের মধ্যেই নিজেদের দক্ষতা দেখিয়ে দিল ভারতের নারীশক্তি। রমেশ চন্দ্রের সংযোজন, ''১৯৮৯ সালে আমরা পুরুষদের 'জানবাজ' দল গঠন করেছিলাম। তাঁরাও ১৫ মাসের মধ্যে বাইকের কেরামতি করে দেখাতে পারেননি। সেটা করে দেখালেন মেয়েরা।'' 

.