আরএসএস-বিজেপি বৈঠক উত্তাল একটাই প্রশ্নে, রাম মন্দির ইস্যুতে সরকারের অবস্থান কি?
আরএসএস-বিজেপির তিনদিন ব্যাপী বৈঠকের আজ ছিল শেষদিন। বৈঠকের প্রথম দিনই হাজির ছিলেন মোদী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। ক্ষমতায় আসার পর গত একবছরে দেশের উন্নতির জন্য কী কী কাজ করেছে সরকার রীতিমতো সেই কাজের হিসেব নেন আরএসএস নেতারা। রাম মন্দির, সেনাবাহিনীর এক পদ এক পেনশন চালু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গত এক বছরে বিজেপির জনপ্রিয়তা কী কারণে কমেছে আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গও। অন্যদিকে রাম মন্দির ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্টের জোরালো দাবিতে উত্তাল হয় বৈঠকের প্রথম অধিবেশনই। সঙ্ঘ পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠকে এই প্রসঙ্গ তোলা নিঃসন্দেহে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ওয়েব ডেস্ক: আরএসএস-বিজেপির তিনদিন ব্যাপী বৈঠকের আজ ছিল শেষদিন। বৈঠকের প্রথম দিনই হাজির ছিলেন মোদী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। ক্ষমতায় আসার পর গত একবছরে দেশের উন্নতির জন্য কী কী কাজ করেছে সরকার রীতিমতো সেই কাজের হিসেব নেন আরএসএস নেতারা। রাম মন্দির, সেনাবাহিনীর এক পদ এক পেনশন চালু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গত এক বছরে বিজেপির জনপ্রিয়তা কী কারণে কমেছে আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গও। অন্যদিকে রাম মন্দির ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্টের জোরালো দাবিতে উত্তাল হয় বৈঠকের প্রথম অধিবেশনই। সঙ্ঘ পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠকে এই প্রসঙ্গ তোলা নিঃসন্দেহে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।