'সুন্দরী মহিলা ভূত'-এর উপদ্রবে গ্রামছাড়া পুরুষরা!

Updated By: Oct 13, 2017, 03:04 PM IST
'সুন্দরী মহিলা ভূত'-এর উপদ্রবে গ্রামছাড়া পুরুষরা!
ছবিটি প্রতীকী

নিজেস্ব প্রতিবেদন : এক 'সুন্দরী মহিলা ভূতের' উপদ্রবে ঘরছাড়া গ্রামের ৬০টি পরিবার। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নির্মল জেলার কাশীগুরা গ্রামে। বাকি বাড়িগুলি থেকেও পুরুষ সদস্যরা পলাতক। কারণ, সেই ভূতের মূল আকর্ষণ নাকি গ্রামের পুরুষরাই।

জানা গেছে, গ্রামের অধিকাংশ পরিবারই নদীর ধারে পাথর ভাঙার কাজ করে। আর তার মাধ্যমেই জীবিকা নির্বাহ করে। কিন্তু, তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে এক মহিলা ভূত তাদের আক্রমণ করে চলেছে। বিশেষ করে গ্রামের পুরুষ সদস্যদের প্রতি আক্রমণের প্রবণতাই আতঙ্কের কারণ সেই গ্রামে। গ্রামের এক বাসিন্দার দাবি, ''মানুষের বেশে প্রথমে আর্বিভাব হচ্ছে সেই ভূতের। তারপরই নিজের রূপ ধারণ করছে সে।''

নির্মল জেলার পুলিস জানিয়েছে, ভূতের ভয় এই এলাকায় নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এই ধরনের খবর মেলে। তারপর নানাভাবে বুঝিয়ে ভয় কাটিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করতে হয়। তবে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবারও তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- নাবালিকা মেয়েকে ধর্ষণ, খুন করে বাবার দু'বার যাবজ্জীবন

.