ঘাটতি মেটাতে এবারের বাজেটে পাঁচ শতাংশ যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল
ভাঁড়ারে টান। তাই ঘাটতি মেটাতে এবারের বাজেটে পাঁচ শতাংশ যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল। এই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এমাসের পঁচিশ তারিখ সংসদে রেলবাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। চলতি আর্থিক বছরে যাত্রী ভাড়া ও পণ্যপরিবহণ বাবদ আয় কমেছে রেলের। ফলে ঘাটতির পরিমাণ বেড়েছে অনেকটাই। এর ওপর সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হলে রেলের ঘাড়ে চাপবে আরও বত্রিশ হাজার কোটি টাকার দায়। তাছাড়া অর্থমন্ত্রকও বরাদ্দ কমিয়েছে আট হাজার কোটি টাকা। এসব কারণেই ঘাটতি মেটাতে ভাড়াবৃদ্ধির ভাবনা রয়েছে রেলকর্তাদের। তাই সাধারণ মানুষের উপরে আবার নেমে আসতে চলেছে খাড়া।
![ঘাটতি মেটাতে এবারের বাজেটে পাঁচ শতাংশ যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল ঘাটতি মেটাতে এবারের বাজেটে পাঁচ শতাংশ যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/10/49370-rail10-2-16.jpg)
ওয়েব ডেস্ক: ভাঁড়ারে টান। তাই ঘাটতি মেটাতে এবারের বাজেটে পাঁচ শতাংশ যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল। এই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। এমাসের পঁচিশ তারিখ সংসদে রেলবাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। চলতি আর্থিক বছরে যাত্রী ভাড়া ও পণ্যপরিবহণ বাবদ আয় কমেছে রেলের। ফলে ঘাটতির পরিমাণ বেড়েছে অনেকটাই। এর ওপর সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হলে রেলের ঘাড়ে চাপবে আরও বত্রিশ হাজার কোটি টাকার দায়। তাছাড়া অর্থমন্ত্রকও বরাদ্দ কমিয়েছে আট হাজার কোটি টাকা। এসব কারণেই ঘাটতি মেটাতে ভাড়াবৃদ্ধির ভাবনা রয়েছে রেলকর্তাদের। তাই সাধারণ মানুষের উপরে আবার নেমে আসতে চলেছে খাড়া।