রাহুল চাইলেই রাজনীতিতে, জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

উত্তরপ্রদেশের আমেঠি, রায়বরেলিতে মঙ্গলবার ভোটপ্রচারে গিয়েছিলেন সোনিয়া-তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভাই রাহুল গান্ধী চাইলে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

Updated By: Jan 17, 2012, 12:45 PM IST

উত্তরপ্রদেশের আমেঠি, রায়বরেলিতে মঙ্গলবার ভোটপ্রচারে গিয়েছিলেন সোনিয়া-তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভাই রাহুল গান্ধী চাইলে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

রাহুল বললে, তাঁর জন্য তিনি সবকিছুই করতে রাজি। এমনকী, ভাই চাইলে আমেঠি, রায়বরেলি, সুলতানপুরের পারিবারিক বৃত্তের বাইরে উত্তরপ্রদেশের অন্যান্য জায়গায়ও প্রচারে যাবেন বলে জানিয়ে দিয়েছেন রাহুল-ভগ্নী।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে ৭ দফার বিধানসভা ভোটপর্ব শুরু হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি আমেঠি ও ১৯ ফেব্রুয়ারি রায়বরেলিতে ভোট। পরবর্তী পর্যায়ের বিধানসভার ভোট প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী নামতে চলেছেন কি না গোবলয়রের হৃদয়পুরে আপাতত সবচেয়ে বড় রাজনৈতিক জল্পনা সেটাই।

.