লোকপালে থেমে নেই কর্মসূচি, আন্নাকে চিঠি মনমোহনের
কেবলমাত্র লোকপাল বিলের সঙ্কীর্ণ পরিসরে আটকে নেই ইউপিএ সরকারের কর্মসূচি। প্রস্তাবিত নয়া ভূমিসংস্কার আইন, নির্বাচনী বিধি সংস্কারের মতো বিষয়গুলিও রয়েছে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায়।
কেবলমাত্র লোকপাল বিলের সঙ্কীর্ণ পরিসরে আটকে নেই ইউপিএ সরকারের কর্মসূচি। প্রস্তাবিত নয়া ভূমিসংস্কার আইন, নির্বাচনী বিধি সংস্কারের মতো বিষয়গুলিও রয়েছে সর্বোচ্চ
অগ্রাধিকারের তালিকায়। মঙ্গলবার আন্না হাজারের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই কথা জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সঙ্গেই জনলোকপাল আন্দোলনের নেতাকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকার চায়, বৃহত্তর প্রেক্ষাপটে চলতি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার। যার মাধ্যমে দুর্নীতি-সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। লোকপাল বিল এই সামগ্রিক কর্মসূচির একটি অংশমাত্র। হিসার লোকসভা উপনির্বাচনে টিম আন্নার প্রবল কংগ্রেস বিরোধী প্রচারের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই চিঠিকে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।