ফের সংস্কারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

প্রত্যাশা মতোই এই বৈঠকে সরকারের আর্থিক সংস্কারের নীতির পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর দাবি, দেশের রাজস্ব ঘাটতি কমাতে ও সবশ্রেণির মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন ভর্তুকি নিয়ন্ত্রণ। দরকারে বিদুতের দাম বাড়ানোর মতো অপ্রিয় সিদ্ধান্ত নিতেও যে সরকার পিছপা হবেনা এদিন সেটাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Updated By: Dec 27, 2012, 01:35 PM IST

প্রত্যাশা মতোই এই বৈঠকে সরকারের আর্থিক সংস্কারের নীতির পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর দাবি, দেশের রাজস্ব ঘাটতি কমাতে ও সবশ্রেণির মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন ভর্তুকি নিয়ন্ত্রণ। দরকারে বিদুতের দাম বাড়ানোর মতো অপ্রিয় সিদ্ধান্ত নিতেও যে সরকার পিছপা হবেনা এদিন সেটাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের জাতীয় উত্পাদনের গড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ শতাংশ। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণও বতর্মান আর্থিক পরিস্থিতে কষ্টসাধ্য বলে মনে করছে অভিজ্ঞমহল। নয়াদিল্লিতে জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  প্রধানমন্ত্রীর দাওয়াই, দেশের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে  হলে ভতুর্কিতে রাশ টানা ছাড়া উপায় নেই।
দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরও বেশকিছু দাওয়াই বাতলেছেন প্রধানমন্ত্রী।
জাতীয় উত্পাদনের গড় হার বাড়াতে হলে, বাড়াতে হবে রাজস্ব সংগ্রহ।
রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য দরকার করের হার বৃদ্ধি।
শিল্পের উপযোগী আর্থিক পরিস্থিতি তৈরির জন্য  কেন্দ্র ও রাজ্য উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে  কাজ করতে হবে।
শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই বৃদ্ধির হার আরও বাড়াতে হবে।
আর্থিক মন্দার মোকাবিলা করতে হবে। মন্দা পেরিয়ে হাঁটতে হবে আর্থিক উন্নয়নের পথে।
সরকারের বেশকিছু নীতি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, স্বীকার  করেছেন প্রধানমন্ত্রী
নির্দিষ্ট মাত্রার মধ্যে ভর্তুকি বেধে রাখতে না পারলে, রাজস্ব ঘাটতির বোঝা আরও বাড়বে, বাদ দিতে হবে উন্নয়ন কর্মসূচি।
ভতুর্কিকে নির্দিষ্ট মাত্রার মধ্যে বেধে রাখতে, ও সরকারের ঘাড় থেকে রাজস্ব ঘাটতির বোঝা  কমাতে বিদুত, পেট্রোল, কয়লার দাম বাড়ানোর পক্ষেও এদিন জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, ডিজেল ভতুর্কি হ্রাস, বছরে পরিবারপিছু এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেধে দেওয়া সহ বেশকিছু সংস্কারমুখী সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে মনমোহন সিং সরকার। ২০১৪-র আগে সংস্কার ইস্যুতে তিনি যে ফ্রন্টফুটেই খেলবেন, এদিনের ভাষণে সেই ইঙ্গিত স্পষ্ট।

.