Terror Attack: ভারত-বাংলাদেশ সীমান্তে হামলার ছক কষছে জঙ্গিরা, পেছনে কাদের হাত?
Terror Attack: সূত্রের খবর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হতে পারে। এমনকি হামলা হতে পারে সীমান্তরক্ষী বাহিনীর উপরেও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ-ভারত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে। ওই ষড়যন্ত্রে সামিল হরকত উল জিহাদের মত সংগঠন। এমনটাই মনে করছেন গোয়েন্দারা। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গি ও দুষ্কৃতীরা মিলে ওই হামলার ছক কষছে। জঙ্গিদের অস্ত্র জোগাচ্ছে পাকিস্তান।
আরও পড়ুন-'সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না', বিস্ফোরক আরজি করে নির্যাতিতার পরিবার!
হামলার জন্য পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হয়েছে। তা এসেছে জাহাজ যোগে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা ওই জঙ্গি হামলার কথা জানেন বলে গোয়েন্দা সূত্রে খবর।
সূত্রের খবর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হতে পারে। এমনকি হামলা হতে পারে সীমান্তরক্ষী বাহিনীর উপরেও। এর জন্য ৫০ জনের একটি দল তৈরি করা হয়েছে।
কৌশলগতভাবে ভারত ও বাংলাদেশের মধ্য়ে যে উত্তপ্ত পরিস্থিতি চলছে তা যাতে না কমে তারই চেষ্টা করবে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাই এই ডামাডোলের বাজারে বাংলাদেশি দুষ্কৃতীদের কাজে লাগানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। এদের ট্রেনিং দিচ্ছে পাক জঙ্গিরা। এই গোটা ষড়যন্ত্রে জড়িত জামাত-ই-ইসলামি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)