ফ্ল্যাগ মিটিংয়ের এক ঘণ্টার মধ্যেই ফের বিএসফ পোস্ট লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা

দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের এক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে বিসএফ পোস্টে লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সেনা।

Updated By: Aug 28, 2014, 09:02 AM IST
ফ্ল্যাগ মিটিংয়ের এক ঘণ্টার মধ্যেই ফের বিএসফ পোস্ট লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা

জম্মু: দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের এক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে বিসএফ পোস্টে লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সেনা।

জম্মুর পারগয়াল সেক্টরের যেখানে ফ্ল্যাগ মিটিং বসেছিল সেখানেই আক্রমণ হানল পাক সেনা।

বুধবার রাত ১১টা থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনা। বৃহস্পতিবার ভোর ছটা অবধি চলে গুলি বিনিময়। যদিও ভারতের দিকে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

চলতি বছরের ১৬ জুলাই থেকে এই নিয়ে ৩৩বার অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।

ক্রমাগত গুলির লড়াইয়ে জম্মু-কাশ্মীরের সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

 

.