ক্ষমতা নয় আমি ক্ষমতায়নের কথা ভাবি: মোদী
কুকুরছানা বিতর্ককে দূরে সরিয়ে ফের স্বমহিমায় নরেন্দ্র মোদী। রবিবার পুণের একটি কলেজে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে বিজেপির ২০১৪ লোকসভা নির্বাচনের মুখ মোদী সাফ জানালেন ``অন্যরা ক্ষমতা নিয়ে ভাবে, আমি ক্ষমতায়নের কথা ভাবি``।
কুকুরছানা বিতর্ককে দূরে সরিয়ে ফের স্বমহিমায় নরেন্দ্র মোদী। রবিবার পুণের একটি কলেজে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে বিজেপির ২০১৪ লোকসভা নির্বাচনের মুখ মোদী সাফ জানালেন ``অন্যরা ক্ষমতা নিয়ে ভাবে, আমি ক্ষমতায়নের কথা ভাবি``।
নিউ জেনারেশন ভোটারদের কাছে নিজের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে মোদী ফেসবুকের প্রসঙ্গ টেনেছেন। জানিয়েছেন ফেসবুকে তাঁকে ফেসবুকে যে সব মতামত দেওয়া হয় সেগুলি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন তিনি।
যুব সমাজকে আকৃষ্ট করতে মোদী তাঁর বক্তব্যে বারবার শিক্ষার প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি জানিয়েছেন চিনের মত এদেশেরও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। স্বাধীনতার ৬৬বছর পরেও আমাদের দেশের এখনও পর্যন্ত একটাও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি বলে আক্ষেপ করেছেন গুজরাত মুখ্যমন্ত্রী। গবেষণা ক্ষেত্রেও ভারতকে আরও জোর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পাশ্চত্য দেশ গুলিকে অযথা অনুকরণ নয় ভারতের দরকার আধুনিক মানসিকতা। মত মোদীর।
বর্তমানে ভারত দিশাহীন ভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।