নির্বাচনের মুখে বিহার থেকে বাজেয়াপ্ত এক মিলিয়ন মার্কিন ডলার

এক মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৬৩ লক্ষ টাকা) বিহার থেকে বাজেয়াপ্ত করল পুলিস। আসন্ন বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে তাই বিহারে জোরকদমে তল্লাসি চলছে। চলছে ধরপাকড়ও। আজ যানবাহন তল্লাসির সময় দুই ব্যক্তির কাছ থেকে অবৈধ এক মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করে পুলিস। 

Updated By: Oct 1, 2015, 09:23 PM IST
 নির্বাচনের মুখে বিহার থেকে বাজেয়াপ্ত এক মিলিয়ন মার্কিন ডলার

ব্যুরো: এক মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৬৩ লক্ষ টাকা) বিহার থেকে বাজেয়াপ্ত করল পুলিস। আসন্ন বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে তাই বিহারে জোরকদমে তল্লাসি চলছে। চলছে ধরপাকড়ও। আজ যানবাহন তল্লাসির সময় দুই ব্যক্তির কাছ থেকে অবৈধ এক মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করে পুলিস। 

পুলিস সুপারিটেন্ড কুমার আশিস জানিয়েছেন এক মিলিয়ন মার্কিন ডলারের সঙ্গেও উদ্ধার হয়েছে দুটি সোনার পাত। ওই ব্যক্তির থেকে দুটি সিম কার্ড, পাঁচটি এটিএম কার্ড একটি প্যান কার্ড ও একটি মোটর বাইকও আটক করা হয়। 

মুরলীগঞ্জ পুলিস স্টেশনের অন্তর্গত রতন পাত্তি গ্রামের মণীশ কুমার ও পূর্ণিয়া জেলার ভাঙ্গাহা গ্রামের নন্দ কিশোর নামের ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিস সুপারিনটেনডেন্ট জানিয়েছেন নেপাল সীমান্ত থেকেই এই দলটিকে নিয়ন্ত্রিত করা হচ্ছে। এই টাকা সম্ভবত রাজ্যে নির্বাচনে খাটানোর জন্যই নিয়ে আসা হচ্ছিল। 

 

.