জাপানি পর্যটককে ধর্ষণের অভিযোগে কেরলে গ্রেফতার যুবক
এক বিদেশিনীকে ধর্ষণ করার অভিযোগে কেরলের কোভালাম থেকে এক যুবককে গ্রেফতার করা হল। তার বাড়ি কর্নাটকে বলে জানা গেছে। নির্যাতিতা জাপানের পর্যটক।
Updated By: Nov 27, 2016, 05:26 PM IST
![জাপানি পর্যটককে ধর্ষণের অভিযোগে কেরলে গ্রেফতার যুবক জাপানি পর্যটককে ধর্ষণের অভিযোগে কেরলে গ্রেফতার যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/27/71479-rapejapanlady.jpg)
ওয়েব ডেস্ক : এক বিদেশিনীকে ধর্ষণ করার অভিযোগে কেরলের কোভালাম থেকে এক যুবককে গ্রেফতার করা হল। তার বাড়ি কর্নাটকে বলে জানা গেছে। নির্যাতিতা জাপানের পর্যটক।
পুলিস সূত্রে খবর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। অভিযোগের ভিত্তিতে গতকাল ওই যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কোভালমে বেড়াতে এসেছিলেন ওই মহিলা পর্যটক। সেখানেই তাঁকে ধর্ষণ করে তেজা নামে ওই যুবক। রক্তাক্ত ও আহত অবস্থায় বেশ কিছু সময় হোটেলের ঘরেই পড়ে থাকেন তিনি। এরপর খবর পেয়ে পুলিস এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। তাঁর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তেজাকে।