Madhya Pradesh: উঠে যাচ্ছে লকডাউন, নাইট কারফিউ; সিনেমা হল, শপিং মল চলবে পূর্ণ ক্ষমতায়
মধ্যপ্রদেশে কোভিড ১৯ নিয়ন্ত্রণে রয়েছে যেখানে মোট ৭৮ টি সক্রিয় সঙ্ক্রমণের ঘটনা রয়েছে
![Madhya Pradesh: উঠে যাচ্ছে লকডাউন, নাইট কারফিউ; সিনেমা হল, শপিং মল চলবে পূর্ণ ক্ষমতায় Madhya Pradesh: উঠে যাচ্ছে লকডাউন, নাইট কারফিউ; সিনেমা হল, শপিং মল চলবে পূর্ণ ক্ষমতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/17/354455-shivraj-singh-chouhan.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাস সঙ্ক্রমণ কমে যাওয়ায়, মধ্যপ্রদেশ সরকার বুধবার থেকে রাজ্যে লকডাউন এবং রাতের কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি নতুন আদেশ জারি করে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল, জিম, যোগাসন কেন্দ্র, রেস্তোরাঁ, ক্লাব, স্কুল, কলেজ, হোস্টেল, কোচিং ক্লাসগুলি ১০০ শতাংশ ক্ষমতায় কাজ করতে পারবে।
আরও পড়ুন: Tripura: সরকারি গাড়ির সাহায্যে ফ্ল্যাগ খুলছে BJP, অভিযোগ TMC-র
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণ ভোপালে জানিয়েছেন, "এখন যেহেতু মধ্যপ্রদেশে কোভিড ১৯ নিয়ন্ত্রণে রয়েছে যেখানে মোট ৭৮ টি সক্রিয় সঙ্ক্রমণের ঘটনা রয়েছে, আমরা অতিমারী চলাকালীন আরোপিত সমস্ত নিষেধাজ্ঞাগুলি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি"।
আরও পড়ুন: Delhi Pollution: দূষণে রাশ টানতে NCR রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা কেন্দ্রের
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণ আরও জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও সব কাজ কোভিড বিধি মেনেই করতে হবে। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি। এর সঙ্গেই তিনি আরও যোগ করেন সমস্ত দোকান মালিক, ১৮ বছরের বেশি বয়সী হোস্টেলের ছাত্র, শিক্ষক এবং সিনেমা হলের কর্মচারীদের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে।